আমি জাফর আহমদ জাকের।
পরিবারের দেয়া নাম।
পরিবারের সবাই জাকের নামেই ডাকেন।
তবে বনধুরা ওয়াহীদ বলে ডাকে।
তাই ওয়াহীদ নামটাতেই সাচ্ছন্নবোধ করি।
বয়স খুব একটা বেশি না,
তবে এই জীবনের ছোট্ট অবসরে অনেক কিছুই দেখেছি।
শিখেছিও অনেক।
জীবনটাকে খুব কাছ থেকে দেখা হয়ে গেছে।
প্রিয় মানুষগুলার অপ্রিয় মুখুশের রহস্যটাও জানা হয়ে গেছে।
তার জন্য জীবনের সবচেয়ে সেরা সময়টা বন্দিজীবনের মতো কাটাতে হয়েছে।
নেটওয়ার্কে অবস্থান 1210 of 15521
15 Sep 2019
অপেক্ষমান
অপেক্ষমান
অপেক্ষমান
অপেক্ষমান
এডিটর পছন্দ
0কাব্যচিত্র অংশগ্রহন
0 ফ্রেমকনটেস্ট অংশগ্রহন
3জুরি নির্বাচিত
0কনটেস্ট পুরস্কার
0প্রদর্শনী অংশগ্রহন
1ক্যাপশন কনটেস্ট
1অর্গানিক আয়
2বোনাস আয়
501ইভেন্টে আয়
209