আমি বাঁধন। আমি খুলনার ছেলে, গিটার বাজাতে পছন্দ করি, লেখালেখি করতে পছন্দ করি। অবশ্য লেখালেখিটাই আমার পেশা। আর গিটারও পার্শিয়ালি আমার পেশা। মানে, গিটারের টিউশন করি আর কি।
তবে মিউজিক আর রাইটিং এর পাশাপাশি আমার শখের একটা বড় যায়গা দখল করে আছে ফটোগ্রাফী। কিন্তু নিম্ন মধ্যবিত্ত হওয়ায় সাহস করে ডিএসএলআর কেনা হয়নি। হাতের মোবাইল ফোনই ভরশা। জানি না কেমন হয় আমার ক্যাপচার গুলো, তবে আর যাই হোক সেগুলো কে আমি ফটোগ্রাফী বলি না। শ্রেফ টাইম পাস আর কি।
আমার পিক্সে জয়েন করার একটাই উদ্দেশ্য। আমি শিখতে চাই। আপনাদের মতো প্রফেশনালদের কাছ থেকে সব খুঁটিনাটি বিষয় জানতে চাই। আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।
নেটওয়ার্কে অবস্থান 474 of 15550
06 Aug 2020
অপেক্ষমান
অপেক্ষমান
অপেক্ষমান
অপেক্ষমান
এডিটর পছন্দ
0কাব্যচিত্র অংশগ্রহন
0 ফ্রেমকনটেস্ট অংশগ্রহন
4জুরি নির্বাচিত
2কনটেস্ট পুরস্কার
0প্রদর্শনী অংশগ্রহন
0ক্যাপশন কনটেস্ট
3অর্গানিক আয়
4বোনাস আয়
500ইভেন্টে আয়
252