পথের ধারে তার স্থান।পথ দিয়ে বহমান সবকিছুতেই তার জ্ঞান- শতবর্ষী কড়ই গাছ
সকলের ঘরে অন্ন জোটাতে, সকলের মুখে হাসি ফোটাতে ~অনবরত কাজ করে যায় তারা
সবসময় তো চা ই হয়।আজ না হয় ঝালমুড়ি হোক...
করছে সন্ধি নদী, নৌকার সঙ্গে আজ, রােজ উঠছে জোয়ার ভাঁটার ঢেউ, শরীরজুড়ে মনকেমনের সাজ।
ছুটে যাওয়া, গন্তব্যের উদ্দেশ্য....
~কুহেলি উত্তরি তলে মাঘের সন্যাসী ধীরে ধীরে আমাদের মধ্য থেকে বিদায় নিচ্ছে।