বাংলাদেশের সর্ব দক্ষিণ অংশ সেন্টমার্টিন প্রবাল দ্বীপ, যার নামকরণ করা হয় ১৯০০ সালে। এর স্থানীয় নাম নারিকেল জি্জিরা, মূলত এর ব্যাপক নারিকেল উৎপাদন ক্ষমতার জন্য। তবে এখন এই ৮ বর্গ কিলোমিটার দ্বীপটি পরিচিত এর ট্রপিক্যাল সৌন্দর্যের জন্য। অ্যালবামটিতে দেখতে পাবেন ২০২১ সালে সেন্টমার্টিন দ্বীপের একাংশ।