মূলত প্রত্যন্ত গ্রাম অঞ্চলে আগের যখন বিদ্যুতের ব্যবস্থা ছিল না। তখন পরিবারের সবাই উঠোনে মাদুর পেতে গল্প করতো। তখন তারাবাতি, চাঁদ মামা,চাঁদের বুড়ি এই কথাগুলোর প্রচলন ছিল। এখন বর্তমানে পুরনো সেই দাদা, দাদুদের সাথে গল্প করার ঐতিহ্য আর নেই। তারাবাতি বলতে মূলত সেই সময়ের ঐতিহ্যকেই বোঝানো হয়েছে।