আমারপিক্স.কম ‘কাব্যচিত্র’ সেকশনে প্রদর্শিত/প্রকাশিত যে কোনো বিষয়ে অংশগ্রহনের পূর্বে বিষয়বস্তু, টাইটেল, ছবি/ইমেজের কপিরাইট, ইমেজের ধরন এবং বিস্তারিত তথ্য ভালোভাবে পড়ে নিন।
ছবি/ইমেজের রেসুলেশন কমপক্ষে ৭২০ পিক্সেল হতে হবে।
‘কাব্যচিত্র’ সেকশনে অংশগ্রহনকারী কোনো বিষয়ে ‘এ্যালবাম’ সাবমিটের পর তা আমারপিক্স.কম এডমিন এর অনুমোদনক্রমে প্রকাশ হয়। এক্ষেত্রে এ্যালবাম অনুমোদনের জন্য ৬-২৪ ঘন্টা সময়ের প্রয়োজন হয়। এই সময়টুকু অপেক্ষা করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
‘কাব্যচিত্র’ সেকশনে সাবমিটকৃত যে কোনো এ্যালবাম AmarPix.com বাতিল এবং অনুমোদনপ্রাপ্ত/প্রকাশিত এ্যালবাম স্থগিত/বাতিল করার অধিকার সংরক্ষন করে।
অংশগ্রহনকারী শুধুমাত্র নিজের ছবি/ইমেজ আপলোড করতে পারবেন। অনলাইন কপি অথবা অন্যের কপিকৃত কনটেন্ট পোস্ট করা থেকে বিরত থাকুন। এছাড়া একজনের কনটেন্ট অন্য কেউ সাবমিট না করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
এ্যালবাম পোষ্ট করার পর সাবমিটকৃত ছবি/ইমেজ এডিট করার সুযোগ নেই, তাই এ্যালবাম সাবমিটের পূর্বে নিশ্চিত এবং সচেতন হোন।
‘কাব্যচিত্র’ সেকশনে অংশগ্রহনকারীদের প্রদত্ত ছবি/ইমেজের সাথে কোনো প্রকার জলছাপ এবং নিরাপত্তা যুক্ত হয়না। ছবি/ইমেজের সাইজ দৈর্ঘ্যে সর্বোচ্চ ১০০০ পিক্সেল প্রদর্শিত হয়।
প্রদত্ত/আপলোডকৃত ছবি/ইমেজ বিশ্বব্যাপী অনলাইন/অফলাইনে প্রচার এবং সবার কাছে তা দৃশ্যমান হবে। তাই ব্যক্তিগত ছবি পোষ্ট করার ক্ষেত্রে সচেতন হোন।
অংশগ্রহনকারীদের অংশগ্রহনের বিপরীতে আশানুরূপ ভিউ, পয়েন্ট, কমেন্টস এবং শেয়ার প্রাপ্তির নিশ্চয়তা AmarPix.com প্রদান করে না।
অংশগ্রহনকারীদের প্রদত্ত ছবি/ইমেজের দায়-দায়িত্ব একান্তই পোস্টকারীর। কোনো এ্যালবামের সত্যতা এবং কপিরাইট ভঙ্গের জন্য আমারপিক্স.কম দায়ী নয়।