নারায়ণগঞ্জ ফটোগ্রাফিক ক্লাবের আয়োজনে আলোকচিত্র প্রতিযোগিতা
জাতীয় আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনীর আয়োজন করতে যাচ্ছে নারায়ণগঞ্জ ফটোগ্রাফিক ক্লাব (এনপিসি)। ক্লাবটির ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘Because i was there’ শীর্ষক প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে।
প্রতিযোগিতারা ফেসবুক এবং ই-মেইলের মাধ্যমে নিজেদের সেরা ছবিগুলো জমা দিতে পারবেন। একজন প্রতিযোগী সর্বোচ্চ ৪টি ছবি জমা দিতে পারবেন। ইমেইল করতে হবে: [email protected] এ ঠিকানায়।
আর এনপিসি’র ফেজবুক পেজ because i was there by npc এর ইভেন্ট লিংক https://www.facebook.com/profile.php?id=414378785575475&ref=br_rs থেকেও জানা যাবে ছবি জমা দেয়ার নিয়ম।
আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনীর ছবি বাছাই এর জন্য বিচারক হিসাবে দায়িত্ব পালন করবেন আলোকচিত্রী আবীর আব্দুল্লাহ, কে এম আসাদ ও সৌদ আল ফয়সাল।
আসছে ২০-২২ এপ্রিল বাংলাদেশ শিল্পকলা একাডেমীর গ্যালারী-২ তে চলবে এ প্রদর্শনী। ছবি জমা দেয়ার শেষ সময় ৩১ মার্চ ২০১৭।
প্রতিযোগিতার সেরা ছবির জন্য রয়েছে ১ লক্ষ টাকার পুরস্কার। এছাড়া এনপিসি’র সদস্য প্রথিতযশা ফটোগ্রাফার প্রয়াত শাহনাজ পারভীন এর স্বরণে সেরা নারী আলোকচিত্রীর জন্য রয়েছে ‘শাহনাজ পারভীন মেমোরিয়াল এওয়ার্ড ২০১৭’।
Source: https://goo.gl/fTjprh
মন্তব্য (0)
ফেসবুক মন্তব্য (0)