পাখির ছবি তুলে পুরস্কার পেলেন নায়িকা
ছোটপর্দা-বড়পর্দা দুই মাধ্যমেই কাজ করছেন ফারজানা রিক্তা। বাপ্পারাজ পরিচালিত ‘কার্তুজ’ ছবিতে অভিনয়ের মাধ্যমে আলোচনায় আসেন তিনি। অভিনয়ের বাইরেও ফারজানা রিক্তার আরেকটি পরিচয় আছে আলোকচিত্রী হিসেবে। তবে তার ছবি তোলার ধরন আলাদা। তিনি নায়িকা হলেও গ্ল্যামার ফটোগ্রাফি করেন না।তিনি বন-বনাঞ্চলে ঘুরে পাখিদের ছবি তোলেন। সেসব ছবি দিয়ে প্রদর্শনীও করেছেন এই অভিনেত্রী।এদিকে ফারজানা রিক্তার তোলা ছবি সম্প্রতি পুরস্কারও পেল।
‘আলোকচিত্রে বাংলাদেশের পাখি ২০১৭’ শিরোনামের একটি ছবি প্রতিযোগিতার আয়োজন করে ন্যাপকো NAWPCO। বাংলাদেশের দেড় শতাধিক প্রজাতির পাখির ছবি নিয়ে শিল্পকলা একাডেমিতে বিশাল পরিসরে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। দেশের সেরা সেরা ফটোগ্রাফারদের তোলা ছবির এই প্রতিযোগিতায় ফারজানা রিক্তার ৩টি ছবি স্থান পায়। আনন্দের খবর হচ্ছে এই প্রতিযোগিতায় তার একটি ছবি ২য় স্থান অধিকার লাভ করে।
এ প্রসঙ্গে ফারজানা রিক্তা বলেন, ‘আমি সত্যিই আনন্দিত যে, আমার তোলা ছবি পুরস্কার জিতেছে। বন-বাদাড়ে ঘুরে তোলা ছবি যখন পুরস্কার পায় তখন কাজ করার উৎসাহটা আরও বেড়ে যায়।আমি আয়োজকদের কাছে কৃতজ্ঞ।’
তিনি আরও বলেন, ‘প্রায় ৭ বছর হয়ে গেল বনে-বাদাড়ে পশুপাখির পেছনে ছোটাছুটি করি।এদের ছবি তুলি।
অভিনয়ের ফাঁকে যত সময় পাই তার পুরোটায় তাদের ছবি তোলায় ব্যয় করি।’
সম্প্রতি ফারজানা নাটক ও টেলিফিল্ম নিয়েই ব্যস্ত সময় পার করছেন।
সূত্রঃ http://www.newsbangladesh.com/details/50143
মন্তব্য (0)
ফেসবুক মন্তব্য (0)