বণিক বার্তা-এবিসি রেডিও বৈশাখী ফটো কনটেস্ট

বণিক বার্তা-এবিসি রেডিও বৈশাখী ফটো কনটেস্ট

বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উপলক্ষে দৈনিক বণিক বার্তা ও এবিসি রেডিও ৮৯.২ যৌথভাবে আয়োজন করেছে বৈশাখী ফটো কনটেস্ট। প্রতিযোগিতায় বিজয়ীরা পাবেন ঢাকা-কুয়ালালামপুর-ঢাকার এয়ার টিকিট। একই সঙ্গে অংশ নিতে পারবেন স্বনামধন্য চিত্রগ্রাহক প্রীত রেজার সঙ্গে এবিসি রেডিওর জনপ্রিয় অনুষ্ঠান ফটো-টকে। বুধবার (১২ এপ্রিল) থেকে বণিক বার্তার অফিশিয়াল ফেসবুক ফ্যান পেজে এ কনটেস্টের প্রমোশন শুরু হয়েছে।

 

ফটো কনটেস্টের আয়োজকরা জানিয়েছেন, বৈশাখে তোলা বৈশাখী মেলা, মঙ্গল শোভাযাত্রা, বৈশাখ উদযাপনসহ বাঙালিয়ানা প্রকাশের যেকোনো ছবি পাঠিয়ে প্রতিযোগিতায় যে কেউ অংশ নিতে পারবেন। ফটো কনটেস্টে অংশ নিতে নাম, মোবাইল নম্বরসহ ছবি পাঠাতে হবে বণিক বার্তার অফিশিয়াল ফেসবুক পেজের ইনবক্সে। ছবি পাঠানো যাবে ১৪ এপ্রিল থেকে ১৭ এপ্রিল রাত ১২টার মধ্যে। 

 

বাছাইকৃত ছবি বণিক বার্তার অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশ হবে ১৮ এপ্রিল। প্রকাশিত ছবিতে ২২ এপ্রিল পর্যন্ত প্রাপ্ত লাইক, কমেন্ট,  শেয়ার এবং বিচারকের দেয়া নম্বরের ভিত্তিতে বিজয়ী ঘোষণা করা হবে।  বণিক বার্তার ফেসবুক পেজ :fb.com/dailybonikbarta

 

 নিয়মাবলি
   ১. একজন প্রতিযোগী সর্বোচ্চ একটি ছবি পাঠাতে পারবেন।
   ২. অবশ‌্যই রঙিন ছবি পাঠাতে হবে।
   ৩. প্রতিযোগীর নাম, ঠিকানা, মোবাইল নম্বর, ই-মেইল, ছবির ক‌্যপশন ও ছবি তোলার লোকেশন বাংলায় লিখে ছবির সঙ্গে পাঠাতে হবে।
   ৪. ছবিতে কোনো প্রকার লোগো, লেখা ব্যবহার করা যাবে না। যতদূর সম্ভব এডিটিং এড়িয়ে চলতে হবে।
   ৫. ছবিতে কোনোভাবেই জাতিগত বিদ্বেষ বা অশালীনতা তুলে ধরা যাবে না।
   ৬. ছবি সম্পর্কিত সকল দায়ভার প্রতিযোগীর। এক্ষেত্রে কোনো ধরনের কপিরাইট অভিযোগ থাকলে ছবিটি বাতিল করা হবে।
   ৭. বণিক বার্তা কিংবা এবিসি রেডিওর সংশ্লিষ্ট কেউ এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না।
   ৮. কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।

 

 

নির্বাচন প্রক্রিয়া
   ১. নির্ধারিত সময়ের মধ্যে ছবি পাঠানোর পর একটি বিশেষজ্ঞ প্যানেল মানসম্পন্ন ছবি বাছাই করবেন। সেই ছবিগুলো বণিক বার্তার ফ্যান পেজে সংক্ষিপ্ত বর্ণনা ও ফটোগ্রাফারের নামসহ আপলোড করা হবে।
   ২. এরপর শুরু হবে দর্শক ভোট। পূর্ণ ১০০ নম্বরের মধ্যে লাইক ও শেয়ারের জন্য ৬০ শতাংশ এবং বিশেষজ্ঞ প্যানেলের ৪০ নম্বর মিলিয়ে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত দুজনকে বিজয়ী হিসেবে নির্বাচিত করা হবে।
   ৩. প্রাপ্ত সর্বোচ্চ লাইক-কমেন্ট ইউনিটে কনভার্ট করে ৬০ নম্বরের মধ্যে প্রাপ্ত নম্বর নির্ধারণ করা হবে।

 

সূত্রঃ https://goo.gl/I1PIyi