রাজশাহীতে বঙ্গবন্ধু'র দুর্লভ ছবি নিয়ে প্রদর্শনী

রাজশাহীতে বঙ্গবন্ধু'র দুর্লভ ছবি নিয়ে প্রদর্শনী

 

রাজশাহীঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন উপলক্ষে রাজশাহীর বাগমারায় আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী শেষ হয়েছে। বঙ্গবন্ধুর দুর্লভ সব ছবি নিয়ে শুক্রবার থেকে এই প্রদর্শনী শুরু হয়েছিল। শনিবার এটি শেষ হয়।


রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক ভবানীগঞ্জ নিউমার্কেটে 'হৃদয়ে বঙ্গবন্ধু' শীর্ষক এ আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছিলেন। প্রদর্শনীতে স্থান পেয়েছিল দুর্লভ ছবি ও ভিডিও। দু'দিন প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বঙ্গবন্ধুর নানা ছবি ঘুরে ঘুরে দেখে।


সমাপনি দিনে শনিবার বিকেলে সেখানে আয়োজন করা হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এমানুল হক। তিনি তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর জন্ম হয়েছে বলেই বাংলাদেশের জন্ম হয়েছে। বঙ্গবন্ধুর কারণে আজ আমরা স্বাধীন দেশে বসবাস করছি। বঙ্গবন্ধু ও স্বাধীনতাকে আলাদাভাবে দেখা যায় না। এই প্রদর্শনীর মাধ্যমে স্বাধীনতার সঠিক ইতিহাস ও চেতনা ছড়িয়ে যাবে।

 

Source: http://rajshahi-news.com/news/3443