সৈয়দ হকের চিত্রকর্ম প্রদর্শনী
বেঙ্গল গ্যালারিতে সৈয়দ শামসুল হকের চিত্রকর্ম নিয়ে বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছে লেখকের পরিবার এবং বেঙ্গল ফাউন্ডেশন। প্রদর্শনীতে স্থান পেয়েছে সব্যসাচী এই লেখকের বিভিন্ন সময়ে আঁকা নানা চিত্রকর্ম।
গতকাল শুক্রবার ২৩ মার্চ, ২০১৮ রাজধানীর কারওয়ান বাজারে ডেইলি স্টার-বেঙ্গল আর্টস প্রিসিঙ্কটে ‘চিত্রের দিব্যরথ’ শীর্ষক এই প্রদর্শনী শুরু হয়েছে। চিত্রকর্মের পাশাপাশি এই প্রদর্শনীতে স্থান পেয়েছে টেক্সট হিসেবে কবিতা, কথাশিল্পীর নিজ হাতে নির্মিত ভাস্কর্য এবং অনূদিত কবিতা। প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন বরেণ্য চিত্রশিল্পী হাশেম খান।
ক্যানভাসে তেল, জল ও অ্যাক্রিলিকের পাশাপাশি আছে কলমের সৃজিত স্কেচ। সবমিলিয়ে ৪৯টি চিত্রকর্ম ও দুটি ভাস্কর্য ঠাঁই পেয়েছে প্রদর্শনীতে। সবার জন্যে উন্মুক্ত প্রদর্শনীটি চলবে ৫ এপ্রিল পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে।
সূত্রঃ দৈনিক কালের কন্ঠ
ছবিঃ দৈনিক কালের কন্ঠ
মন্তব্য (0)
ফেসবুক মন্তব্য (0)