জামান সাহেবের টেনশন
টেবিলের উপর চা ঠান্ডা হয়ে যাচ্ছে, কিন্তু তিনি হাত বাড়াতে আগ্রহবোধ করছেন না। জামান সাহেব ভীষন সমস্যায় আছেন। বস্ বলেছে, যে করেই হোক বাংলাদেশের ৮টি বিভাগীয় শহরের ১০ পিস করে = ৮০টি ছবি যোগাড় কতে হবে। কোনোভাবেই ইন্টারনেট থেকে অন্যের ছবি কপি করা যাবে না, কপিরাইট সমস্যা হবে। বাজেট অল্প তাই তিনি সর্বোচ্চ (৮০ পিস্ X ১০০ টাকা)= ৮,০০০ টাকা খরচ করতে পারবেন। মোবাইল দিয়ে তোলা ছবি চলবে, কিন্তু সময় কম, তাই সর্বোচ্চ ১ সপ্তাহের মধ্যে ছবিগুলো পেতে হবে। কি ঝামেলায় পড়লেন! তিনি কোথা থেকে ছবি যোগাড় করবেন? তিনি ভাবতে শুরু করেন …
- কোনো ফটোগ্রাফারের কাছে যাবেন? কিন্তু তিনিতো কোনো ফটোগ্রাফারকে চিনেন না। বন্ধুদের বলে দেখতে পারেন, কিন্তু তাদের পরিচিত ফটোগ্রাফারের কাছে চাহিদামতো সব বিভাগের ছবি থাকার সম্ভাবনা কতটুকু?
- ছবি নতুন করে তুলতে গেলে একজন ফটোগ্রাফারের পক্ষে কি মাত্র ১ সপ্তাহে আর এতো অল্প বাজেটে ৮টি শহরের ছবি তোলা সম্ভব? এটাতো চিন্তা করতেও ভয় লাগে।
জামান সাহেবের মাথা ব্যাথা হতে শুরু করে। নাহ! ‘এভাবে হবেনা’, তিনি দীর্ঘশ্বাস ছাড়েন। তিনি আবার ভাবতে শুরু করেন এবং অন্যভাবে সমাধান চাইলেন। তিনি তার মোবাইল থেকেই AmarPix.com এ ছবির চাহিদা ও শর্ত উল্ল্যেখ করে অনলাইনে ফ্রি বিজ্ঞাপন দিলেন। ছেলের কাছে এটার নাম শুনেছিলেন কিন্তু দেখা হয়নি কখনো। ৪৮ ঘন্টার মধ্যে তার বিজ্ঞাপনটির বিপরীতে অন্তত ২৯-৩০জন ফটোগ্রাফারের আবেদন পেয়ে গেলেন। আবেদনকারীদের মাঝে ছাত্র, শিক্ষক, চাকুরীজীবি, শ্রমিক, বেকার, গৃহিনী, দারোয়ান অনেকই আছেন। তিনি অবাক, অনলাইন এতো সহজ!!
জামান সাহেব আবেদনকারী লিষ্ট থেকে AmarPix.com ফটোগ্রাফার প্রোফাইলে তাদের তোলা ছবির স্যাম্পল দেখে ৮টি বিভাগের জন্য ৮জনকে পছন্দ করে অর্ডার দিলেন। পরবর্তী ২দিনেই নির্বাচিত সব ফটোগ্রাফার তাকে ছবি জমা দিয়ে দেয়। আশ্চর্যের বিষয় এদের মাঝে একজন ছবি জমা দেয় অর্ডার দেয়ার ৩ ঘন্টার মধ্যে। ২জন ফটোগ্রাফারের কিছু ছবি তার পছন্দ না হওয়াতে তারা তা পরিবর্তন করে দেয়। জামান সাহেব ফটোগ্রাফারদের পছন্দসই মাধ্যমে টাকা পরিশোধ করে দিয়ে ছবির কপিরাইট নিয়ে সুস্থির হলেন। তিনি আবেগে আপ্লুত।
ছবিগুলো অফিসে জমা দিয়ে জামান সাহেব নিজের এসে ডেস্কে বসলেন। ৭ দিনের কাজ ৩ দিনে হয়ে হওয়াতে রাশভারী বসের প্রসংশা এখনো কানে লেগে আছে। নিজেকে ভারমুক্ত মনে হচ্ছে। জীবনটা আসলেই সুন্দর; ভাবতে ভাবতে জামান সাহেব পিওনকে এক কাপ চা দেয়ার জন্য ডাক দিলেন……।
মন্তব্য (0)
ফেসবুক মন্তব্য (0)