ফটোগ্রাফার পোর্টফোলিও কেমন হওয়া উচিত ?
গ্রাহক আপনাকে চেনে না, আপনার মনকেও পড়তে পারেনা, কিন্তু সে দেখতে পায় এবং তথ্য বিশ্লেষন করতে পারে। পোর্টফোলিও আপনার ফটোগ্রাফি দক্ষতার প্রমান। ফটোগ্রাফার পোর্টফোলিও নির্দিষ্ট কোনো ফটোগ্রাফার সম্পর্কে গ্রাহককে প্রাথমিক ধারনা দেয়। তাই আপনার salemypix.com পোর্টফোলিও যথাসম্ভব আকর্ষনীয় রাখুন।
আপনার ছবি আপনার ভালো না লাগলে অন্যের ভালো লাগার কোনো কারণ নেই। আপনি নিশ্চই জানেন, শত শত ছবি দেখার জন্য সময় এবং আগ্রহ কোনোটাই মানুষের এখন নাই। প্রাপ্ত রিভিউ/রেটিংস এর ভিত্তিতে ছবি অনলাইনে ছবি জনপ্রিয়। আপনার ছবিতে দর্শকের/ভিজিটিরের যতো বেশি এক্টিভিটি থাকবে, আপনার রেটিংসও স্বাভাবিকভাবেই বৃদ্ধি পাবে। গতানুগতিক ১০০ ছবির চেয়ে আকর্ষনীয় ৫টি ছবি দক্ষতা এবং রুচির পরিচয় দেয়। ১০০ ছবিতে ১টি করে ১০০ লাইকের চেয়ে, ১টি ছবিতে ১০০ লাইক অনেক বেশি কার্যকরী। তাই পোর্টফোলিওতে ছবি প্রকাশের ক্ষেত্রে সচেতন হোন। ছবি তুলে বাছাই করুন, সব ছবি দিবেন না। আপনার প্রথম ১০টি ছবি দিয়ে যদি গ্রাহকের মনে আগ্রহ সৃষ্টি করতে না পারলে পরের হাজারো ছবি দিয়েও তাকে আপনার পেইজে ধরে রাখতে পারবেন না। আপনি আপনার পোর্টফোলিও তৈরীতে সময় দিন, তাহলে গ্রাহকও আপনার পোর্টফোলিওতে সময় দিবে।
মন্তব্য (0)
ফেসবুক মন্তব্য (0)