“বিউটিফুল লাইব্রেরীজ”: ফটোগ্রাফার রিচার্ড সিলভার
ফটোগ্রাফার রিচার্ড সিলভার সারা পৃথিবী ঘুরে ঘুরে বিভিন্ন আর্কিটেকচারের ছবি তুলতে পছন্দ করেন। তার তোলা দারুন কিছু লাইব্রেরীর ছবি দেখে নিতে পারেন। বই পড়তে যারা ভালোবাসেন তাদের এই লাইব্রেরী ছবি দেখে নিশ্চয়ই চোখ সরতে চাইবে না, এত এত বই আর দারুন সব আর্কিটেকচার।
১. স্ট্রাহব লাইব্রেরী, প্রাগ, চেক রিপাবলিক-
২. রিয়েল গ্যাবিনেট লাইব্রেরী, রিও ডি জেনেরিও, ব্রাজিল-
৩. মরগান লাইব্রেরী এন্ড মিউজিয়াম, নিউইয়র্ক-
৪. পাবলিক লাইব্রেরী, নিউইয়র্ক-
৫. সেইন্ট জেনেভিভ লাইব্রেরী, প্যারিস, ফ্রান্স-
৬. স্টেট লাইব্রেরী অব ভিক্টোরিয়া, মেলবোর্ন, অস্ট্রেলিয়া-
৭. হেনড্রিক কনসায়েন্স হেরিটেজ লাইব্রেরী, অ্যান্টেওর্প, বেলজিয়াম-
৮. অস্ট্রিয়ান ন্যাশনাল লাইব্রেরী, ভিয়েনা, অস্ট্রিয়া-
৯. স্টুটগার্ট মিউনিসিপ্যাল লাইব্রেরী, স্টুটগার্ট, জার্মানী-
১০. হাউজ অব দ্য রিডিমার লাইব্রেরী, নিউইয়র্ক-
১১. লস অ্যাঞ্জেলস পাবলিক লাইব্রেরী, লস অ্যাঞ্জেলস, ক্যালিফোর্নিয়া-
১২. জোস ভাসকোনসেলস লাইব্রেরী, মেক্সিকো সিটি, মেক্সিকো-
১৩. রিকস মিউজিয়াম লাইব্রেরী, আর্মস্টারডাম, নেদারল্যান্ডস-
১৪. ন্যাশনাল লাইব্রেরী অব চায়না, বেইজিং, চায়না-
১৫. ভিয়েনা কলেজ লাইব্রেরী, ভিয়েনা অস্ট্রিয়া-
১৬. মিশেল লাইব্রেরী, সিডনী, অষ্ট্রেলিয়া-
১৭. ইউনিভার্সিটি লাইব্রেরী, লুভেন, বেলজিয়াম-
১৮. ন্যাশনাল লাইব্রেরী অব লাটভিয়া, রিগা, লাটভিয়া-
অনুবাদ এবং অনুলিখিতঃ ওয়ানটুওয়ান ওয়েবসাইট অবলম্বনে
ছবিঃ ট্রাভেল ফটোগ্রাফার রিচার্ড সিলভার
মন্তব্য (0)
ফেসবুক মন্তব্য (0)