২১তম জাতীয় নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী

২১তম জাতীয় নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী

বহুমাত্রিক শিল্পকর্ম নিয়ে শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় গতকাল শনিবার শুরু হয়েছে ২১তম জাতীয় নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী।

 

১৯৭৫ সালে অনুষ্ঠিত প্রথম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনীতে শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছিলেন চন্দ্র শেখর দে। আর গতকাল ২১তম আসরের উদ্ধোধনী অনুষ্ঠানে তিনি এসেছিলেন অতিথি হয়ে।শুধু তিনিই নন, শিল্পকলা একাডেমি আয়োজিত এ প্রদর্শনীতে পুরস্কার পাওয়া শিল্পীদের প্রায় সবাই চারুকলাজগতে আধিপত্য বিস্তার করছেন। এবার অংশগ্রহনকারী শিল্পীরাও ভবিষ্যতে সুনাম অর্জন করবেন-এ প্রত্যাশাই গতকাল থেকে শুরু হয়েছে এ প্রদর্শনী; যাতে আটটি বিভাগে নবীন শিল্পীদের পুরস্কৃত করা হয়। এবারের নবীন শিল্পী চারুকলা পুরস্কার পেয়েছেন সাগর চক্রবর্তী। চিত্রকলায় প্রদীপ সাহা, ভাস্কর্যে এস এম শাহ আনিসুজ্জামান ফারুকী ও ছাপচিত্রে স্বপন কুমার সানা।সম্মানসূচক পুরস্কার পেয়েছেন সুস্মিতা মুখার্জ্জী মিষ্টি, ফয়সাল আবির, মাহমুদা সিদ্দিকা ও অসীম কুমার রায়।

 

১৫ দিনের এ প্রদর্শনীর উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

 

এ প্রদর্শনী চলবে ২৮ জুলাই পর্যন্ত। সবার জন্য উন্মুক্ত এ প্রদর্শনী প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা এবং শুক্রবর বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।

 

 

সূত্র ও ছবি দৈনিক কালের কন্ঠ