গ্যালারি শিল্পাঙ্গনে ‘মেঘমল্লার’

গ্যালারি শিল্পাঙ্গনে ‘মেঘমল্লার’

ধানমন্ডির গ্যালারি শিল্পাঙ্গনে গতকাল ৩ আগষ্ট, ২০১৮ শুক্রবার শুরু হয়েছে রশীদ আমিনের প্রদর্শনী ‘মেঘমল্লার’। শিল্পী রশীধ আমিন ছাপচিত্রী হিসেবে পরিচিত। আঁকেন বিমূর্ত ধারার ছবি।

 

গতকাল প্রদর্শনীর উদ্বোধন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মীজানুর রহমান।

 

প্রদর্শনীতে জলরঙের পাশাপাশি বেশ কিছু ছাপচিত্রও স্থান পেয়েছে। মোট ছবির সংখ্যা ৪৬টি। প্রদর্শনী চলবে ১৬ আগষ্ট পর্যন্ত।

 

 

 

সূত্রঃ দৈনিক কালের কন্ঠ

ছবিঃ সংগৃহীত