বঙ্গবন্ধুকে নিয়ে আর্টিস্ট ক্যাম্পের চিত্রকর্ম প্রদর্শনী

বঙ্গবন্ধুকে নিয়ে আর্টিস্ট ক্যাম্পের চিত্রকর্ম প্রদর্শনী

জাতীয় শোক দিবস উপলক্ষে শিল্পকলা একাডেমির আয়োজনে একাডেমির জাতীয় চিত্রশালার ৩ নম্বর গ্যালারিতে শুরু হয়েছে ‘৭ই মার্চের ভাষণ:বাঙালির স্বাধীনতার মাইলফলক এবং বঙ্গবন্ধু ও স্বপ্নের বাংলাদেশ’ শীর্ষক আর্টিস্ট ক্যাম্পের চিত্রকর্ম প্রদর্শনী।

 

 

দেশের খ্যাতিমান প্রবীণ ও নবীন শিল্পীদের বিভিন্ন সময়ে অনুষ্ঠিত আর্টিস্ট ক্যাম্পের শিল্পকর্ম নিয়ে সপ্তাহব্যাপী এ চিত্রপ্রদর্শনীর উদ্বোধন করে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুক্তিযোদ্ধা চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদ। গতকাল ১২ আগষ্ট বিকালে প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

 

এ প্রদর্শনীতে ৫০ জন শিল্পীর চিত্রকর্ম স্থান পেয়েছে। এ প্রদর্শনী চলবে ১৭ আগস্ট পর্যন্ত। প্রদর্শনী প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা এবং শুক্রবার বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে।

 

 

 

সূত্রঃ দৈনিক আমাদের সময়

ছবিঃ সংগৃহীত