বঙ্গবন্ধুকে নিয়ে আর্টিস্ট ক্যাম্পের চিত্রকর্ম প্রদর্শনী
জাতীয় শোক দিবস উপলক্ষে শিল্পকলা একাডেমির আয়োজনে একাডেমির জাতীয় চিত্রশালার ৩ নম্বর গ্যালারিতে শুরু হয়েছে ‘৭ই মার্চের ভাষণ:বাঙালির স্বাধীনতার মাইলফলক এবং বঙ্গবন্ধু ও স্বপ্নের বাংলাদেশ’ শীর্ষক আর্টিস্ট ক্যাম্পের চিত্রকর্ম প্রদর্শনী।
দেশের খ্যাতিমান প্রবীণ ও নবীন শিল্পীদের বিভিন্ন সময়ে অনুষ্ঠিত আর্টিস্ট ক্যাম্পের শিল্পকর্ম নিয়ে সপ্তাহব্যাপী এ চিত্রপ্রদর্শনীর উদ্বোধন করে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুক্তিযোদ্ধা চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদ। গতকাল ১২ আগষ্ট বিকালে প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
এ প্রদর্শনীতে ৫০ জন শিল্পীর চিত্রকর্ম স্থান পেয়েছে। এ প্রদর্শনী চলবে ১৭ আগস্ট পর্যন্ত। প্রদর্শনী প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা এবং শুক্রবার বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে।
সূত্রঃ দৈনিক আমাদের সময়
ছবিঃ সংগৃহীত
মন্তব্য (0)
ফেসবুক মন্তব্য (0)