ন্যাশনাল জিওগ্রাফির: জুলাই ২০১৮ সেরা ৯ ছবি
প্রতি সপ্তাহে সারা বিশ্বজুড়ে ফটোগ্রাফারদের তোলা ছবি থেকে সেরা কিছু ছবি প্রকাশ করে ন্যাশনাল জিওগ্রাফি। গত জুলাই মাসে প্রকাশ করা সেসব ছবি থেকে সেরা ৯টি ছবি দেয়া হল:
১. ‘রেইনবো রোড’
ফটোগ্রাফার- স্টেফানি মিলার
স্থান-কেপটাউন
রমজানের ঈদের সময় কেপটাউনে মুসলিমরা বিভিন্ন রঙে বাড়ী রঙিন করে তোলে, তেমনই কিছু বাড়ী।
২. ‘নেক এন্ড নেক’
ফটোগ্রাফার- লিনানি শাক উসাইটিস
স্থান- নগরঙগরো কনসারভেশন এরিয়া, তানজানিয়া
দুই জিরাফের ঝগড়া শেষে বিশ্রাম নেয়ার সময়।
৩. ‘মাদার এন্ড কাল্ফ’
ফটোগ্রাফার- লাইল ক্রানিচেফেল্ড
মা হামব্যাক হোয়েল তার বাচ্চাকে সমুদ্রের উপরিভাগে ভেসে উঠতে সাহায্য করছে, যদিও এই হামব্যাক হোয়েলের বাচ্চা ইতিমধ্যে ১০ ফিট লম্বা এবং ১ টন ওজনের।
৪. ‘ইনসাইড দ্য পিঙ্ক মস্ক’
ফটোগ্রাফার-আথিখম সায়েঙচাই
স্থান- শাইরাজ, ইরান
ইরানের বিখ্যাত পিঙ্ক মসজিদের টাইলস মেরামত চলছে।
৫. ‘ভ্যানিশিং ব্রিজ’
ফটোগ্রাফার-স্টেফানি হম্যান
স্থান- গোল্ডেন গেট ব্রিজ, সান ফ্রান্সিসকো
৬. ‘ফুল ব্লুম’
ফটোগ্রাফার- আয়া ও
স্থান- নেদারল্যান্ডস
কৃষক যখন টিউলিপ ফুল তুলছে
৭. ‘স্কুইনটিং স্কু্ইড’
ফটোগ্রাফার-লুইজ ফিলিপ প্যাটেল
আলোতে আকৃষ্ট হয়ে সেদিকে চলেছে উৎসুক স্কুইড
৮. ‘আ ওয়াইজ ম্যান’
ফটোগ্রাফার- ফ্লোরেন্স গোপিল
স্থান- অ্যামাজন, পেরু
শিপিবো গোত্রের আদীবাসী পুরুষ অ্যামাজনের নদীর দিকে তাকিয়ে আছে। আদিবাসী শিপিবো-কনিবো গোত্রীয় প্রায় ২০ হাজার মানুষ পেরু, ব্রাজিল এবং বলিভিয়ায় বসবাস করে।
৯. ‘পনি আপ’
ফটোগ্রাফার-ডমিনিক মিলস
স্থান- স্কটল্যান্ড
হাইল্যান্ড পনি যখন বরফের মাঠে। হাইল্যান্ড পনি স্কটল্যান্ডের স্থানীয় প্রজাতি। তাদের পুরু চামড়া শীতের চরম আবহাওয়ায় তাদের কে বেঁচে থাকতে সাহায্য করে।
সূত্র ও ছবিঃ ন্যাশনাল জিওগ্রাফি
মন্তব্য (0)
ফেসবুক মন্তব্য (0)