ঢাবির সমকালীন দেয়ালচিত্র
গ্রাফিতি বা দেয়ালচিত্র বিশ্বব্যাপী জনপ্রিয় একটি শিল্পমাধ্যম। দেয়ালচিত্রে শিল্পীর স্বতঃস্ফূর্ত আবেগ-অনুভূতি স্থান পায়। আবার জনগণের প্রতিবাদের প্রতীক হিসেবেও ভাস্বর হয় এক একটি দেয়ালচিত্র। আমাদের দেশে গ্রাফিতির ইতিহাস খুব পুরোনো নয়। বাংলাদেশের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে দেয়াল লিখনের সংস্কৃতি রয়েছে। ষাটের দশক থেকে জনপ্রিয় হতে শুরু করে দেয়ালচিত্র। আমাদের দেয়ালচিত্রের সিংহভাগই রাজনৈতিক। বিভিন্ন রাজনৈতিক আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমিকা স্মরণীয়। সুতরাং দেয়ালচিত্রের উন্নয়ন ও বিবর্তনেও এখানকার শিক্ষার্থীদের অংশগ্রহণ উল্লেখযোগ্য।
দেয়ালজুড়ে চে গুয়েভারার প্রতিকৃতি ও তাঁর উক্তি।
নতুন প্রজন্মের কাছে এখনো প্রাসঙ্গিক সঞ্জীব চৌধুরী ও তাঁর গান।
অনেক দেয়ালে ফুটে উঠেছে আবহমান বাংলার রূপ।
কোনো কোনো দেয়ালে প্রাধান্য পেয়েছে মহান মুক্তিযুদ্ধ।
দেয়ালে ফুটিয়ে তোলা হয়েছে ঐতিহাসিক সাতই মার্চের আবহ। দেয়ালচিত্রের সঙ্গে সেলফি তুলছেন দুই তরুণ।
সুন্দর ও অসুন্দরের মাঝে দ্বিধান্বিত তরুণী।
বিপ্লবী নেতা চারু মজুমদারের প্রতিকৃতি।
সূত্রঃ দৈনিক প্রথম আলো
মন্তব্য (0)
ফেসবুক মন্তব্য (0)