শিল্পী শাহাবুদ্দিনের একক ড্রইং প্রদর্শনী ২০১৮

শিল্পী শাহাবুদ্দিনের একক ড্রইং প্রদর্শনী ২০১৮

শিল্পী শাহাবুদ্দিন আহমেদের চিত্রকর্মে মূলত রঙের ছড়াছড়িই বেশি। ক্যানভাসকে রংতুলি দিয়ে সাজাতেই তিনি বেশি পছন্দ করেন। ভাবনাকে ঠিক রেখে লাল, নীল, সবুজের পরিবর্তে এবার তিনি সাদা আর কালোকেই বেছে নিলেন। সাদা-কালো রঙেই আকলেন তার শিল্পকর্ম। আর সাদা-কালোতে আঁকা শিল্পকর্ম নিয়ে শাহাবুদ্দিন আহমেদের একক প্রদর্শনীর আয়োজন করে উত্তরার শান্ত-মারিয়াম ফাউন্ডেশন।

 

প্রতিষ্ঠানটির ক্রিয়েটিভ দি আর্ট গ্যালারিতে ২৯ সেপ্টেম্বর শুরু হয়েছে ‘শিল্পী শাহাবু্দ্দিনের একক ড্রইং প্রদর্শনী ২০১৮’ শিরোনামের প্রদর্শনী। এতে স্থান পেয়েছে শিল্পীর ২৫টি ড্রইং ও ৭টি ছাপচিত্র। উদ্ধোধন করেন প্রধান অতিথি বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা।

 

প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য এ প্রদর্শনী উন্মুক্ত থাকবে। ১৯ অক্টোবর শেষ হবে তিন সপ্তাহব্যাপী এ প্রদর্শনী।

 

 

সূত্রঃ দৈনিক বিডি প্রতিদিন

ছবিঃ সংগৃহীত