দৃক গ্যালারিতে ‘দ্য মেল গেজ’ প্রদর্শনী

দৃক গ্যালারিতে ‘দ্য মেল গেজ’ প্রদর্শনী

পুরুষের চোখ কিভাবে নারীকে দেখে- এমন সব মাল্টিমিডিয়া শিল্পকর্ম নিয়ে দৃক গ্যালারিতে শুরু হয়েছে যুক্তরাষ্ট্র প্রবাসী মাল্টিমিডিয়া শিল্পী আনুশা আলমগীরের ব্যতিক্রমধর্মী একক প্রদর্শনী ‘দ্য মেল গেজ’। এই প্রদর্শনী উদ্বোধন করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রোকেয়া আফজাল রহমান।

 

 

এ পদক্ষেপকে একটি সাহসী পদক্ষেপ হিসেবে অভিহিত করে রোকেয়া আফজাল রহমান বলেন, একজন পুরুষ নারীকে কিভাবে দেখেন-শিল্পী তা নিজের অভিজ্ঞতা থেকে সমাজকে জানানোর যে উদ্যোগ নিয়েছেন, তা অবশ্যই একটি সাহসী পদক্ষেপ। প্রদর্শনীতে দেখা গেছে, দেয়ালে আছে ৩৬টি আলোকচিত্র, যেগুলো মূলত পুরুষের চোখ।প্রাঙ্গণে আছে পূর্ণাঙ্গ আকৃতির আটটি নারী ফিগার ও কাটআউট।

শুক্রবার ৫ অক্টোবর শেষ হবে তিন দিনের এ প্রদর্শনী।

 

 

 

 

সূত্রঃ দৈনিক বিডি প্রতিদিন