ন্যাশনাল জিওগ্রাফির সেপ্টেম্বর ২০১৮ সেরা ৯টি ছবি
প্রতি সপ্তাহে সারা বিশ্বজুড়ে ফটোগ্রাফারদের তোলা ছবি থেকে সেরা কিছু ছবি প্রকাশ করে ন্যাশনাল জিওগ্রাফি। গত সেপ্টেম্বর মাসে প্রকাশ করা সেসব ছবি থেকে সেরা ৯টি ছবি দেয়া হল:
১. ‘নাইট ফক্সেস’
ফটোগ্রাফার-মোহাম্মদ মুরাদ
দুটি অ্যারাবিয়ান লাল শিয়ালের ব্যাকড্রপে শহরের আলো।
২. ‘লিফটঅফ’
ফটোগ্রাফার- জো মারিনো
স্পেসএক্স ফ্যালকন ৯ রকেটের ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের জন্য কমার্শিয়াল সাপ্লাই নিয়ে উৎক্ষেপনের সময়।
৩. ‘মিসড অপরচ্যুনিটি’
ফটোগ্রাফার- টেইলর থমাস আলব্র্রাইট
স্থান-ব্রুক ফলস, আলাস্কা
বাদামী বর্নের একটি ভালুকের মাছ ধরতে যাওয়ার সময় ব্যর্থ হওয়া। ঠিকমতো ধরতে পারলে এই ভালুকেরা প্রতিদিন ৩০ টির মতো মাছ ধরে খায়।
৪. ‘স্ট্রাইকিং গেজ’
ফটোগ্রাফার-ফাবিয়ান মুহলবার্গার
নীল রঙের বিরল পিট ভাইপার যখন স্ট্রাইকিং পোজে আছে।
৫. ‘এনজয়িং দ্য ভিউ’
ফটোগ্রাফার-মনিকা কার্লসন
স্থান- ম্যানহাটান, যুক্তরাষ্ট্র
পরিবারের সদস্যরা মিলে আইকনিক এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের ৮০ তলা থেকে নিচের ম্যানহাটানের আকাশসীমা উপভোগ করার দৃশ্য।
৬. ‘ফ্রেশ পাউডার’
ফটোগ্রাফার- ভিক্টর ট্রয়ানোভ
স্থান- রিলা মাউন্টেন রেঞ্জ, বুলগেরিয়া
স্কিয়ারের পাহাড় থেকে ফ্লাই করার দৃশ্য।
৭. ‘ফক অব ফ্ল্যামিঙ্গোস’
ফটোগ্রাফার- ইজি ইতোয়ামা
স্থান-তাঞ্জানিয়া
ছোট বড় ফ্ল্যামিঙ্গোদের পুকুরের পানিতে বিশ্রাম আর খাবার খোজাঁ চলছে।
৮. ‘ফিল্ড অব স্ট্রাইপ’
ফটোগ্রাফার- থিরি বর্নিয়ার
স্থান- ইউনা্ন প্রদেশ, চায়না
ইউনান প্রদেশের ধানক্ষেত, রঙিন অংশগুলো হলো ধান জন্মানোর জন্যে ধরে রাখা পানি।
৯. ‘সে আহ’
ফটোগ্রাফার- শান ডব্লিউ
একটি টুকান ক্যামেরার লেন্স কামড়ে ধরার চেষ্টা করছে।
সূত্র ও ছবিঃ ন্যাশনাল জিওগ্রাফি
মন্তব্য (0)
ফেসবুক মন্তব্য (0)