চারুকলায় ৬০ তরুণের প্রদর্শনী

চারুকলায় ৬০ তরুণের প্রদর্শনী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অঙ্কন ও চিত্রায়ণ বিভাগের ৬০ জন শিক্ষার্থীর ৭২টি শিল্পকর্ম নিয়ে অনুষদের জয়নুল গ্যালারিতে শুরু হয়েছে বার্ষিক শিল্পকলা প্রদর্শনী। গতকাল দুপুরে অঙ্কন ও চিত্রায়ণ বিভাগ আয়োজিত সপ্তাহব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো.আখতারুজ্জামান।

 

প্রদর্শনীর উদ্বোধনীতে তেল রং, জল রং ও পেনসিল মাধ্যমে এবং নিরীক্ষাধর্মী ক্যাটাগরিতে নয়জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। পেনসিল মাধ্যমে শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছেন আনিকা রায়, জল রং মাধ্যমে পেয়েছেন নাজমুস ছাকিম খান, তেল রং মাধ্যমে মো. হেলাল হোসেন, নিরীক্ষাধর্মী মাধ্যমে ফারিয়া খানম।

 

 

 

 

সূত্রঃ দৈনিক বিডি প্রতিদিন