নিউইয়র্কে ইসমাইল চৌধুরীর একক চিত্র প্রদর্শনী শুরু

নিউইয়র্কে ইসমাইল চৌধুরীর একক চিত্র প্রদর্শনী শুরু

প্রবাসে বাংলাদেশের হৃদয় দোলানো মনোরম পরিবেশ-প্রকৃতির সঙ্গে নতুন প্রজন্মকে পরিচিত করতে নিউইয়র্কে শিল্পী ইসমাইল চৌধুরীর একক চিত্র প্রদর্শনী শুরু হয়েছে। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের কিং প্লাজায় ১৫ দিনব্যাপী ‘রিদম অব নেচার’ তথা ‘প্রকৃতির সৌন্দর্য’ শীর্ষক এ প্রদর্শনী আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কারা হয়।

এদিন ফিতা কেটে এই প্রদর্শনীর উদ্বোধন করেন নিউইয়র্কে বাংলা সংস্কৃতির অন্যতম পৃষ্ঠপোষক ও রিয়েল এস্টেট ইনভেস্টর মো. আনোয়ার হোসেন।

 

এ সময় তিনি বলেন, শিল্পী ইসমাইল চৌধুরীর তুলিতে বাংলার অপরূপ সৌন্দর্য অসাধারণভাবে উপস্থাপিত হয়েছে। ভিন্ন পরিবেশে জন্মগ্রহণকারী অথবা বেড়ে ওঠা আমাদের সন্তানেরা এসব দেখে মা-বাবার দেশ সম্পর্কে একটি ধারণা পাচ্ছে।

 

চট্টগ্রাম চারুকলা কলেজ থেকে উচ্চ শিক্ষা গ্রহণের পর ইসমাইল চৌধুরী জাপানে পেইন্টিং-এ গ্রাজুয়েশন করেন টকোহা গাকোয়েন ইউনিভার্সিটি থেকে। এর আগে ২০০২ সালে ঢাকায় তার একক চিত্র প্রদর্শনী হয় জাতীয় জাদুঘরে। নিউইয়র্কে এটি তার একক ৩৮তম চিত্র প্রদর্শনী। ২০১৫ সালেও এই শিল্পীর আরেকটি প্রদর্শনী হয়েছে নিউইয়র্ক সিটির কুইন্স লাইব্রেরিতে।

 

চাঁদপুরের সন্তান ইসমাইল চৌধুরী বলেন, অর্থের জন্য আমি প্রদর্শনীর আয়োজন করি না। আমার প্রধান উদ্দেশ্য হচ্ছে প্রবাসের বাঙালি প্রজন্মকে বাংলার অপার সৌন্দর্যমণ্ডিত প্রকৃতির সাথে পরিচিত করা।

 

তিনি বলেন, জাপানে আমার একটি আর্ট গ্যালারি রয়েছে। সেখানে নিয়মিত প্রদর্শনী হয়ে থাকে। ফুকুরই সিটি মেয়র হিদিওকি হারাডোর সহায়তায় ২০১৭ সালে সেই গ্যালারি স্থাপনে সক্ষম হয়েছি। আরেকটি গ্যালারি রয়েছে কাঠমন্ডুতে। তবে সেটি আমার এককভাবে নয়।

 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রবাস প্রজন্মের পক্ষে থেকে লুবনা চৌধুরী বলেন, নানাবিধ কারণে যারা মা-বাবার দেশে যেতে পারছে না, তাদের কাছে বাংলাদেশকে চমৎকারভাবে উপস্থাপনের ক্ষেত্রে এটি একটি বড় অবলম্বন বলেই মনে করছি।

 

আগামী ১৫ নভেম্বর পর্যন্ত চলবে এই প্রদর্শনী। যা সবার জন্য উন্মুক্ত থাকবে।

 

 

সূত্রঃ দৈনিক ইত্তেফাক