বাবাকে বাচাঁতে শিল্পকর্ম বিক্রি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) চারুকলা অনুষদের স্নাতকোত্তরের শিক্ষার্থী সানজিদা আফরোজের বাবা দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছেন। মাস দেড়েক ধরে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। সেখানে গিয়ে তার দুটি কিডনীতেই সমস্যা ধরা পরে। এই চিকিৎসার জন্য প্রয়োজন ১০ লাখ টাকা। এর মধ্যে ৭ লাখ টাকা জোগাড় হয়েছে। বাকি আড়াই লাখ টাকার জন্য চিত্রকর্ম প্রদর্শনী এবং সেগুলো বিক্রির আয়োজন করা হয়েছে। চিত্রকর্মগুলো ৫০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত বিক্রি করা হচ্ছে। এই টাকা খরচ করা হবে অসুস্থ বাবার চিকিৎসায়। চারুকলা অনুষদের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের সংগঠন ‘শিল্পযাত্রা’ বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরে গত রবিবার দুই দিনব্যাপী এ প্রদর্শনীর আয়োজন করে।
সানজিদার বাবার নাম মো. শামসুদ্দোহা সরকার (৬৫)। তার বাড়ি পঞ্চগড় জেলায়। সানজিদা আফরোজ বলেন, বাবার হার্টের পেসমেকার করাতে হবে। সেখানে চিকিৎসা নিতে গিয়ে বাবার কিডনিতে সমস্যা ধরা পড়ে। এ জন্য আমাদের অনুষদের শিক্ষার্থীদের আঁকা বিভিন্ন ছবি বিক্রির উদ্দেশ্যে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
সূত্রঃ দৈনিক কালের কন্ঠ
মন্তব্য (0)
ফেসবুক মন্তব্য (0)