চুয়েটে হল জুড়ে গ্রাফিতি !
প্রচলিত নীতি বা সিদ্ধান্তের শৈল্পিক প্রতিবাদের মধ্যে দিয়ে চলমান ইস্যুকে সবার নজরে আনতে গ্রাফিতি একেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম ইউনিভার্সিটি অব ইনজিনিয়ারিং এন্ড টেকনোলোজি।
গত কয়েকদিন যাবৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সাড়া ফেলেছে এই গ্রাফিতি।
বিশ্ববিদ্যালয়ের ৪তলা বিশিষ্ট শহীদ মোহাম্মদ শাহ্ হলের পেছেনের অংশে এই গ্রাফিতি কয়েকদিন ধরে শিক্ষার্থীদের চোখে পড়ছে ।
এবিষয়ে ছাত্র ইউনিয়ন বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ বলেন, ১৯৭১ সালের ১ আগস্ট নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ারে বিশ্ব ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ কনসার্ট ‘দি কনসার্ট ফর বাংলাদেশ’ অনুষ্ঠিত হয়েছিলো। বাংলাদেশে (তৎকালীন পূর্ব পাকিস্তানে) চলতে থাকা পাকবাহিনীর বর্বরতার বিরুদ্ধে একসঙ্গে গর্জে উঠলেন প্রাচ্য ও পাশ্চাত্যের শিল্পীরা। একাত্মতা ঘোষণা করতে জড়ো ছিলো প্রায় ৪০ হাজার লোক।
তাঁদের সামনে বাংলাদেশের সমর্থনে গান গাইলেন বিশ্ব সঙ্গীতের কিংবদন্তীরা। জানিয়ে দিলেন, পৃথিবীর বুকে জন্ম নিচ্ছে একটি নতুন দেশ – বাংলাদেশ। জন্মের ক্ষণে তাঁদের বুকের উপর দিয়ে চালানো হচ্ছে নিদারুণ অত্যাচারের বুলডোজার। কিশোর বাংলাদেশের এখন সাহায্যের প্রয়োজন। সারা বিশ্বকে কনসার্ট ফর বাংলাদেশ (The Concert for Bangladesh) এর মাধ্যমে আহবান করলেন বাংলাদেশের পাশে দাঁড়াতে। তাঁদের স্মতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এই গ্রাফিতি আঁকা হয়েছে।
ভবনের তৃতীয় তলায়, পন্ডিত রবিশংকর, বব ডিলান, এরিক ক্ল্যাপটন, জর্জ হ্যারিসন, বিলি প্রিস্টন, লিয়ন রাসেল, রিঙ্গো রকস্টার, ব্যাড ফিঙ্গার এর গ্রাফিতি রয়েছে।
আর ২য় তলায় একেছেন শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরী, ড. জিসি দেব, আব্দুল আলীম চৌধুরী, সেলিনা পারভীন ও শহীদুল্লাহ কায়সার এর গ্রাফিতি। যাঁরা একাত্তরে বাঙালি জাতি গঠনের গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছেন। পশ্চিম পাকিস্তানের শোষণ- শাসনের বিরুদ্ধে কথা বলেছেন।
সূত্রঃ সবারকথা থেকে সংগৃহীত
বিঃদ্রঃ দেশের ফটোগ্রাফারদের ছবি পুরস্কৃত এবং এ সম্পর্কিত খবর বিভিন্ন মাধ্যমে প্রকাশিত হলে আমরা গর্ববোধ করি। বিভিন্ন মাধ্যম থেকে মূল্যবান এ তথ্যসমূহ সংগ্রহ করে আমরা সবাইকে জানাতে চেস্টা করি। তবে প্রকাশিত কনটেন্ট সম্পর্কে স্বত্বাধিকারীর আপত্তি সাপেক্ষে অভিযোগকৃত কনটেন্টসমূহ Amarpix.com সাইট থেকে সরিয়ে নেয়া হবে।
মন্তব্য (0)
ফেসবুক মন্তব্য (0)