২১ নারীর চিত্রকর্ম নিয়ে প্রদর্শনী ‘জলজ’

২১ নারীর চিত্রকর্ম নিয়ে প্রদর্শনী ‘জলজ’

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গতকাল শুক্রবার রাজধানীতে শুরু হয়েছে নারী শিল্পীদের চিত্র প্রদর্শনী। বিশ্ব সাহিত্য কেন্দ্রের চিত্রশালা গ্যালারিতে ‘জলজ’ শিরোনামে এ প্রদর্শনীতে ২১ নারী শিল্পীর চিত্রকর্ম স্থান পেয়েছে। প্রদর্শনীর আয়োজন করে জলকন্যা নামে শিল্পীদের সংগঠন।

 

 

শুক্রবার বিকালে প্রদর্শনীর উদ্বোধন করেন কথাশিল্পী সেলিনা হোসেন। বিশেষ অতিথি ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহযোগী অধ্যাপক শিল্পী রশিদ আমীন, ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অলটারনেটিভের (ইউডা) চারুকলা বিভাগের প্রধান শাহজাহান আহমেদ বিকাশ। শিল্পীদের পক্ষে বক্তব্য রাখেন সুপর্ণা এলিস গমেজ। প্রদর্শনীতে অংশ নেয়া শিল্পীরা হলেন সিতারা আক্তার হ্যাপী, সাবিয়া নাসরিন, শুচিতা সপর্যা, এরিসেন গ্রিফিথ গমেজ, আফরিন সুলতানা, আসমিতা রায়, আজাদি পারভিন, ফারিসা মাহমুদ, ইসরাত জাহান সুখি, জান্নাতুল নেসা টুম্পা, মারুফি শাহিদা উপমা, সাবহা সুমাইয়া, সায়মা আহমেদ, শর্মিষ্ঠা রায়, সুপ্তি ভক্ত, সিগমা হক, সিথি ফাতেমা, তানিয়া ফারাবি, তমা সাহা, তন্নি ও সুপর্না এলিস গমেজ।

 

 

 

 

 

 

সূত্রঃ দৈনিক বিডি প্রতিদিন

ছবিঃ সংগৃহীত