২২তম বার্জার তরুনশিল্পী চিত্রকর্ম প্রদর্শনী

২২তম বার্জার তরুনশিল্পী চিত্রকর্ম প্রদর্শনী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে, ২২তম বার্জার তরুনশিল্পী চিত্রকর্ম প্রতিযোগিতার শিল্পকর্ম নিয়ে প্রদর্শনী শুরু হলো গতকাল ২১ নভেম্বর, ২০১৭ মঙ্গলবার সকালে। প্রতিযোগিতায় পুরস্কার পায় ছয়টি শিল্পকর্ম। পুরস্কারপ্রাপ্ত শিল্পকর্ম প্রতিযোগিতায় অংশ নিয়েছে ৪০টি শিল্পকর্ম।

 

এবারের আয়োজনে আজীবন সম্মাননা দেয়া হয় শিল্পী মাহমুদুল হককে।

 

প্রদর্শনীর উদ্বোধন করেন বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী।উপস্থিত ছিলেন প্রতিযোগিতার বিচারকেরা। ছিলেন শিল্পী সমরজিৎ রায়চৌধুরী, শিল্পী আবুল বারক আলভী, শিল্পী মনিরুজ্জামান, শিল্পী নিসার হোসেন, শিল্পী শিশির ভট্টাচার্য্য, শিল্পী নাসরিন বেগম প্রমুখ।

 

প্রদর্শনী চলবে ২৫ নভেম্বর পর্যন্ত। প্রদর্শনীর দরজা খোলা থাকবে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত।

 

 

সূত্র: দৈনিক প্রথম আলো, ২২ নভেম্বর ২০১৭।