বঙ্গবন্ধু কে নিয়ে চিত্র প্রদর্শনী
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণিল জীবনের নানা সময়কে উপজীব্য করে আঁকা ১০০ চিত্রকর্ম নিয়ে গতকাল মঙ্গলবার থেকে শুরু হয়েছে ভিন্নধর্মী চিত্র প্রদর্শনী। ‘আছো সত্তায় আছো চেতনায়’ শীর্ষক এ প্রদর্শনী জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী চিত্রালয়ে ৫ মে পর্যন্ত চলবে। আয়োজক তারুণ্য কথা।
৩০ এপ্রিল মঙ্গলবার বিকেলে যৌথভাবে প্রদর্শনীর উদ্বোধন করেন অধ্যাপক সমরজিৎ রায় চৌধুরী ও অধ্যাপক জামাল আহমেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী মোহাম্মদ হাছান মাহমুদ এবং বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।
প্রদর্শনীতে ৮১ জন শিল্পীর ১০০ চিত্রকর্ম স্থান পেয়েছে। প্রথিতযশা শিল্পীদের মধ্যে রয়েছেন সমরজিৎ রায় চৌধুরী, শেখ আফজাল, শহীদ কাজী, কিরীটি রঞ্জন বিশ্বাস, গুপু ত্রিবেদী, অমিত নন্দী প্রমুখ। এর পাশাপাশি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ ও চারুকলা ইনস্টিটিউটের শিক্ষক ও শিক্ষার্থীরা।
আয়োজকরা জানান, ‘আছো সত্তায় আছো চেতনায়’ শীর্ষক এ প্রদর্শনী দেশের বিভিন্ন স্থানে পরবর্তী সময়ে অনুষ্ঠিত হবে। সেই সঙ্গে অনলাইনের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশেও এ প্রদর্শনীর আয়োজন করা হবে।
সূত্রঃ দৈনিক কালের কন্ঠ
ছবিঃ সংগৃহীত
মন্তব্য (0)
ফেসবুক মন্তব্য (0)