কলকাতায় বাংলাদেশসহ চার দেশের শিশু-কিশোরদের চিত্র প্রদর্শনী

কলকাতায় বাংলাদেশসহ চার দেশের শিশু-কিশোরদের চিত্র প্রদর্শনী

ভারতের কলকাতায় চলছে বাংলাদেশসহ চার দেশের শিশু-কিশোরদের ‘আন্তর্জাতিক চিত্র প্রদর্শনী’।

 

 

কলকাতার লিভিং আর্টের আয়োজনে গতকাল শনিবার বিকেলে কলকাতার আইসিসিআরের নন্দলাল বসু আর্ট গ্যালারিতে এ প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

 

 

প্রদর্শনীর উদ্বোধন করেন প্রখ্যাত সাহিত্যিক সমরেশ মজুমদার। বিশেষ অতিথি হিসেবে যোগ দেন কলকাতার প্রথিতযশা চিত্রশিল্পী দেবব্রত চক্রবর্তী, ওয়াসিম কাপুর, রাশিয়ান বিজ্ঞান ও সংস্কৃতি কেন্দ্রের কর্মকর্তা গৌতম ঘোষ, কলকাতার আইসিসিআরের আঞ্চলিক অধিকর্তা গৌতম দে ও কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনের প্রথম সচিব (প্রেস) মোফাকখারুল ইকবাল।

 

 

প্রদর্শনীতে বাংলাদেশ, ভারত, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের শিশু-কিশোরদের আঁকা ৩৩৬টি চিত্র প্রদর্শিত হচ্ছে। এর মধ্যে বাংলাদেশের শিশু-কিশোরদের আঁকা রয়েছে ২৮৩টি ছবি। প্রদর্শনী শেষে সেরা ছবি আঁকিয়েকে পুরস্কৃত করা হবে।

 

 

 

তিন দিনব্যাপী এই প্রদর্শনী চলবে ৮ জুলাই পর্যন্ত। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।

 

 

 

 

সূত্রঃ দৈনিক প্রথম আলো