বঙ্গবন্ধুর স্মৃতি নিদর্শন নিয়ে প্রদর্শনী

বঙ্গবন্ধুর স্মৃতি নিদর্শন নিয়ে প্রদর্শনী

চলছে শোকের মাস আগস্ট। নানা আয়োজনে স্মরণ করা হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। যার অংশ হিসেবে জাদুঘরে সংগৃহীত বঙ্গবন্ধুর স্মৃতি নিদর্শন নিয়ে মাসব্যাপী বিশেষ প্রদর্শনী শনিবার শুরু হয়েছে।

 

যেখানে স্থান পেয়েছে বঙ্গবন্ধুর স্মৃতি নিদর্শন, আলোকচিত্র, পেইন্টিং এবং বঙ্গবন্ধুর ওপর প্রকাশিত গ্রন্থ। একই দিন জাদুঘরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০১৯ পালন উপলক্ষে ‘দেশ গঠনে বঙ্গবন্ধু’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।

 

সেমিনারে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ। তিনি বিশেষ প্রদর্শনীটিরও উদ্বোধন করেন। সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট গবেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. সৌমিত্র শেখর।

বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. মো. আবু হেনা মোস্তফা কামাল, এনডিসি। সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় জাদুঘর বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি শিল্পী হাশেম খান।

 

 

বিশেষ প্রদর্শনীটি চলবে ৩১ আগস্ট পর্যন্ত।

 

 

 

 

সূত্রঃ দৈনিক যুগান্তর