আলিয়ঁস ফ্রঁসেজে দুই বাংলার শিল্পকর্ম প্রদর্শনী ‘সিম্ফনি
ধানমণ্ডির আলিয়ঁস ফ্রঁসেজ লা গ্যালারিতে শুরু হলো দুই বাংলার আট চিত্রশিল্পীর দলগত শিল্পকর্ম প্রদর্শনী ‘সিম্ফনি’। অংশগ্রহণকারী শিল্পীদের মধ্যে রয়েছেন ভারতের পদ্মশ্রী পদকপ্রাপ্ত শিল্পী অধ্যাপক বিমানবিহারি দাস, জয়দেব বালা, নিশি শর্মা, সিমরান কাওয়ালজিৎ সিং লাম্বা ও সুব্রত ঘোষ। আর বাংলাদেশের শিল্পী নূরুন্নাহার পাপা, এলহাম হক খুকু ও জেবুন্নাহার নাঈম।
গতকাল সোমবার প্রদর্শনীর উদ্বোধন করেন অল ইন্ডিয়া ফাইন আর্টস অ্যান্ড ক্রাফ্টস সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক বিমানবিহারি দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পসমালোচক ও লেখক অধ্যাপক নজরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলিয়ঁস ফ্রঁসেজের পরিচালক অলিভিয়ে দঁতজে।
‘সিম্ফনি’ প্রদর্শনীটি হলো বাংলাদেশ আর ভারতের কয়েকজন শিল্পীর মিলনমেলা হতে উদ্ভাসিত সুরের মেলবন্ধন। শিল্পকর্মগুলোতে ভারত ও বাংলাদেশের লোকজ থিম ও ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে। বিশেষভাবে উল্লেখযোগ্য হলো অধ্যাপক বিমানবিহারি দাসের ব্রোঞ্জ ও মার্বেল ভাস্কর্য এবং অ্যাক্রেলিক চিত্রকর্ম।
সূত্রঃ দৈনিক কালের কন্ঠ
মন্তব্য (0)
ফেসবুক মন্তব্য (0)