অ্যাপলের “স্লোফি”

অ্যাপলের “স্লোফি”

গত সপ্তাহে আইফোনের অনুষ্ঠানে যখন অ্যাপল স্লোফি ফিচারটি সাথে পরিচয় করিয়েছিল, সেটাকে জোক হিসেবেই মনে হয়েছিল অনেকের কাছে । কিন্তু ১৩ সেপ্টেম্বর, শুক্রবার অ্যাপল ইউএস ট্রেডমার্কের জন্য “স্লোফি” এর জন্য পেটেন্ট করাতে আবেদন করার পর, সবার কাছে বিষয়টি বিশ্বাসযোগ্য মনে হলো। তাদের এই পেটেন্ট করানোর উদ্দেশ্য হলো, অন্য কোন স্মার্ট ফোন নির্মাতা প্রতিষ্ঠান যেন এই নামে কোন ফিচার যোগ করতে না পারে।

 

“স্লোফি” ফিচারটি অ্যাপলের স্লো মোশন সেলফির নাম, এই ফিচারটি আইফোন ১১ মডেলে সংযুক্ত করা হয়েছে। এই ফোনের সামনের ক্যামেরা  প্রতি সেকেন্ডে ১২০টি ফ্রেম ধরে ভিডিও রেকর্ড করা যায়। যখন এই ফ্রেমগুলো গতি কমিয়ে দেয়া হয় তখন স্লো-মোশন ইফেক্ট পাওয়া যায়।

 

অ্যাপল নতুন আইফোনে স্লোফি অ্যাপ বা স্লোফি মোড হিসেবে আনছে না। তারা এই ফিচারটিকে বলছে “স্লো-মো” যা ভিডিও রেকর্ডিংয়ের জন্য ব্যবহার করা যাবে, কোন অ্যাপ বা মোড হিসেবে নয়।

 

 

 

 

 

ছবিঃ সংগৃহীত