বঙ্গবন্ধুর ছবি টানানোর প্রক্রিয়া শুরু হয়েছে সব আদালত এজলাসে
আইনজীবী অ্যাডভোকেট সুবীর নন্দী দাশের রিট আবেদনের প্রেক্ষিতে গত ২৯ আগস্ট বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের বেঞ্চ পরবর্তী দুই মাসের মধ্যে দেশের সকল আদালতের এজলাস/কোর্ট রুমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতি টাঙানো ও সংরক্ষণের নির্দেশনা প্রদান করেন।
হাই কোর্টের আদেশের পর এ বিষয়ে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। আইন মন্ত্রণালয়ও এ বিষয়ে সার্কুলার জারি করেছে।
সুপ্রিম কোর্টের মুখপাত্র ও হাই কোর্ট বিভাগের স্পেশাল অফিসার মো. সাইফুর রহমান জানিয়েছেন আদালতের আদেশ অনুযায়ী হাই কোর্টের সব এজলাস কক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতি সংরক্ষণের যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
যদিও হাই কোর্টের আদেশের পর অনেক জেলা আদালত স্বতঃপ্রণোদিত হয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতি সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ করেছে।
ছবিঃ সংগৃহীত
মন্তব্য (0)
ফেসবুক মন্তব্য (0)