কিউম এনভায়রনমেন্টাল ফটোগ্রাফার ২০১৯
কিউম এনভায়রনমেন্টাল ২০১৯ ফটোগ্রাফার হয়েছেন এসএল শান্ত কুমার ।
সেরা ছবিগুলোর তালিকায় আছে বাংলাদেশের দুজন ফটোগ্রাফার এমদাদ হোসাইন এবং ইউসুফ তুষারের ছবিও।
ছবিগুলো দেখে নিতে পারেনঃ
১. ঢেউয়ে ঘর ভেসে যাওয়া
ফটোগ্রাফার- এসএল শান্ত কুমার
স্থান-মুম্বাই
“এনভায়রনমেন্টাল ফটোগ্রাফার অব দ্য ইয়ার”
২. উপকূলের জোয়ার
ফটোগ্রাফার- শান গালাগের।
স্থান-টুভালু
“চেঞ্জিং এনভায়রনমেন্টস প্রাইজ”
৩. নতুন বছরের উদযাপনে বায়ূ দূষন।
ফটোগ্রাফার-এলিউড গিল সামানিগো
স্থান-মেক্সিকো
“সাসটেইনেবল সিটিস প্রাইজ”
৪. পানির অভাব
স্থান- কেনিয়া
ফটোগ্রাফার- দারশি উইসাহ
“ওয়ারটার,ইক্যুয়ালিটি এন্ড সাসটেইনঅ্যাবিলিটি প্রাইজ”
৫. বনের অবিশিষ্টাংশ
স্থান- জার্মানী
ফটোগ্রাফার- জে হেনরি ফেয়ার
“ক্লাইমেট অ্যাকশন এন্ড এনার্জী প্রাইজ”
৬. বাধ্যগত ব্যবস্থা
স্থান- দক্ষিন আফ্রিকা
ফটোগ্রাফার-নেভিল নগোমেন
“ইয়াং এনভায়রনমেন্টাল ফটোগ্রাফার অব দ্য ইয়ার”
৭. আবর্জনা
ফটোগ্রাফার- সেবনেম কস্কুন
স্থান- তুরস্ক
৮. ক্লান্তির ঘুম
ফটোগ্রাফার- এমদাদ হোসাইন
স্থান- বাংলাদেশ
৯. প্লাস্টিকের উচ্ছিস্ট
ফটোগ্রাফার-অ্যারাগন রেনুসিও
স্থান- বুর্কিনা ফাসো
১০. পৃথিবীর ফুসফুস
ফটোগ্রাফার-ইয়ান ওয়েড
স্থান- ইংল্যান্ড
১১. সুখের স্বপ্ন
ফটোগ্রাফার- অ্যারাগন রিনানসিও
স্থান- বুর্কিনা ফাসো
১২. জাল সেলাই
ফটোগ্রাফার- ট্রান টুয়ান ভিয়েট
স্থান-ভিয়েতনাম
১৩. দিনমজুর
ফটোগ্রাফার- ইউসুফ তুষার
স্থান- বাংলাদেশ
১৪. অদৃশ্য
ফটোগ্রাফার- ভ্যালেরি লিয়োনার্ড
স্থান- নেপাল
সূত্রঃ দ্য গার্ডিয়ান
বিঃদ্রঃ দেশের ফটোগ্রাফারদের ছবি পুরস্কৃত এবং এ সম্পর্কিত খবর বিভিন্ন মাধ্যমে প্রকাশিত হলে আমরা গর্ববোধ করি। বিভিন্ন মাধ্যম থেকে মূল্যবান এ তথ্যসমূহ সংগ্রহ করে আমরা সবাইকে জানাতে চেস্টা করি। তবে প্রকাশিত কনটেন্ট সম্পর্কে স্বত্বাধিকারীর আপত্তি সাপেক্ষে অভিযোগকৃত কনটেন্টসমূহ Amarpix.com সাইট থেকে সরিয়ে নেয়া হবে।
মন্তব্য (0)
ফেসবুক মন্তব্য (0)