কন্টেইনারে 'আর্ক এশিয়ার' প্রদর্শনী

কন্টেইনারে 'আর্ক এশিয়ার' প্রদর্শনী

৩ নভেম্বর ঢাকায় শুরু হয়েছে এশিয়ার স্থপতিদের ৫ দিনব্যাপী বৃহত্তম আন্তর্জাতিক সম্মেলন ‘আর্কএশিয়া ফোরাম ২০’। গতকাল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ  সম্মেলনের উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পিকার ড.শিরীন শারমিন চৌধুরী।

 

এ সম্মেলনের অংশ হিসেবে রাজধানীর বেশ কয়েকটি স্থানে প্রদর্শনীর আয়োজন করা হয়েছে, চলবে ৭ নভেম্বর পর্যন্ত। প্রদর্শনীর আয়োজনে কন্টেইনারকে প্রদর্শন কক্ষ হিসেবে ব্যবহার করা হয়েছে। কন্টেইনারের গায়ে করা হয়েছে ৪০০ বছরের ঢাকার দেয়ালচিত্র। মানিক মিয়া এভিনিউতে গেলে দেখা যাবে এ প্রদর্শনী।

 

 

ঢাকার স্থাপনা ও জীবন আচরণ দেয়ালচিত্রে ফুটে উঠেছে।

ঢাকার স্থাপনা ও জীবন আচরণ দেয়ালচিত্রে ফুটে উঠেছে।

 

 

কন্টেইনারের ভেতরে প্রদর্শিত হচ্ছে স্থাপত্যকলার আলোকচিত্র ও নকশা।

কন্টেইনারের ভেতরে প্রদর্শিত হচ্ছে স্থাপত্যকলার আলোকচিত্র ও নকশা।

 

 

দেয়ালচিত্রের সঙ্গে দর্শনার্থীরা সেলফি তুলছেন।

দেয়ালচিত্রের সঙ্গে দর্শনার্থীরা সেলফি তুলছেন।

 

 

কন্টেইনারের ভেতরে মূল আয়োজন থাকলেও দেয়ালচিত্রগুলো বেশি টানছে দর্শনার্থীদের।

কন্টেইনারের ভেতরে মূল আয়োজন থাকলেও দেয়ালচিত্রগুলো বেশি টানছে দর্শনার্থীদের।

 

 

রঙিন ঢাকাকে নিজেদের সঙ্গে ক্যামেরাবন্দী করে নিলেন এক দল তরুণী।

রঙিন ঢাকাকে নিজেদের সঙ্গে ক্যামেরাবন্দী করে নিলেন এক দল তরুণী।

 

 

দেয়ালচিত্রে পয়লা বৈশাখে ঢাকার সংস্কৃতি ও ঐতিহ্য।

দেয়ালচিত্রে পয়লা বৈশাখে ঢাকার সংস্কৃতি ও ঐতিহ্য।

 

 

একদিকে রঙিন ঢাকার চিত্র, অন্যদিকে মাস্কপরা পথচারী।

একদিকে রঙিন ঢাকার চিত্র, অন্যদিকে মাস্কপরা পথচারী।

 

 

 

 

 

 

 

সূত্রঃ দৈনিক প্রথম আলো