সেরা চিত্রশিল্পীদের প্রদর্শনী ‘ব্রেকিং গ্রাউন্ড’

সেরা চিত্রশিল্পীদের প্রদর্শনী ‘ব্রেকিং গ্রাউন্ড’

১৭ ডিসেম্বর মঙ্গলবার ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে শুরু হয়েছে চিত্রকলা প্রদর্শনীব্রেকিং গ্রাউন্ড: আধুনিক চিত্রকলার উত্তরণ প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীর উদ্বোধন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাস বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন নিসার হোসেন

 

 

বেঙ্গল ফাউন্ডেশনের সভাপতি আবুল খায়ের এর ব্যক্তিগত সংগ্রহ থেকে নির্বাচিত চিত্রকর্ম নিয়েই ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে শুরু হয়েছে দুই মাসব্যাপী এই চিত্রকলা প্রদর্শনী

 

 

আয়োজকরা জানান গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে, তিরিশের দশক থেকে পরবর্তী সময় সময়ে স্বনামধন্য চিত্রকরদের শিল্পকর্মগুলো যেখানে রয়েছে, চিত্রকর গগনেন্দ্রনাথ ঠাকুর, যামিনী রায়ের পাশাপাশি বাংলাদেশের আধুনিক শিল্পকলার জনক শিল্পাচার্য জয়নুল আবেদিন, এস এম সুলতান কামরুল হাসানের চিত্রকর্ম প্রদর্শনীতে আরো রয়েছে সফিউদ্দিন আহমেদ, রশিদ চৌধুরী, আমিনুল ইসলাম, মুর্তজা বশীরসহ প্রথিতযশা শিল্পীদের চিত্রকর্ম

 

 

১৩ জন শিল্পীর ৪৫টি চিত্রকর্ম নিয়ে চলছে এ প্রদর্শনী।

 

 

 

 

 

ছবিঃ সংগৃহীত