শিল্পী আবদুর রাজ্জাকের চিত্র প্রদর্শনী গ্যালারি চিত্রকে
দেশের প্রথম প্রজন্মের খ্যাতিমান চিত্রশিল্পী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগের প্রতিষ্ঠাতা আব্দুর রাজ্জার মারা গেছেন ২০০৫ সালে। চিত্রকলা, ছাপচিত্র, ভাস্কর্য- এই তিন মাধ্যমেই সাবলীল ছিলেন এই শিল্পী। বরেন্য এই চিত্রশিল্পীর ত্রিসত্তারই সৃজনসম্ভার এখন আলো করে আছে ধানমন্ডির গ্যালারি চিত্রকের সুপরিসর কক্ষগুলো।
গতকাল মঙ্গলবার ৩১ অক্টোবর, ২০১৭ তার একক শিল্পকর্ম প্রদর্শনীর উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। শিল্পীর পরিবার ও চিত্রক গ্যালারি যৌথভাবে আয়োজন করেছে এই প্রদর্শনীর।
প্রদর্শনীতে শিল্পীর বিভিন্ন সময়ের ড্রয়িং, তেলরং, জলরং, ভাস্কর্য মিলিয়ে ১২০টি শিল্পকর্ম রয়েছে। এগুলো ১৯৫১ থেকে শুরু করে ২০০৫ সাল পর্যন্ত আঁকা এবং তৈরি।
প্রদর্শনী চলবে ১৫ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।
সূত্র: দৈনিক প্রথম আলো, ১ নভেম্বর ২০১৭।
মন্তব্য (0)
ফেসবুক মন্তব্য (0)