নুজহাত পূর্ণতার আলোকচিত্র প্রদর্শনী ‘ইন বিটুইন বর্ডারস অ্যান্ড আদার পলিটিক্যাল কন্ট্রাকস্’।
তরুণ আলোকচিত্রী নুজহাত পূর্ণতা। অর্ধশতাধিক আলোকচিত্র নিয়ে সাজিয়েছেন দুদিন ব্যাপী নিজের প্রথম আলোকচিত্র ।
১৭ জানুয়ারি বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালার ৬ নম্বর গ্যালারিতে ‘ইন বিটুয়েন বর্ডারস অ্যান্ড আদার পলিটিক্যাল কনস্ট্রাক্টস› শীর্ষক প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধান অতিথি আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বিজিএমইএর সভাপতি রুবানা হক এবং কালেরকণ্ঠ সম্পাদক ও কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন।
উপস্থিত ছিলেন আলোকচিত্রী নুজহাত পূর্ণতার বাবা বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম এবং মা জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন।
উদ্বোধন শেষে প্রদর্শনী ঘুরে দেখেন অতিথিরা। বাংলাদেশ, আমেরিকা, পর্তুগাল, ফ্রান্স, মেক্সিকো ও বাহামার ৫০টি আলোকচিত্র দিয়ে সাজানো হয়েছে এই প্রদর্শনী। শনিবার এই প্রদর্শনী শেষ হবে। প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত।
প্রদর্শনীর আলোকচিত্রগুলোকে দ্ইু ভাগে বিভক্ত করেছেন নুজহাত পূর্ণতা। এর মধ্যে ‘নেমলেস ফেসেস অ্যাট বালুখালী ক্যাম্প’ শিরোনামের বিভাগটি সাজিয়েছেন কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আশ্রিত মানুষের ছবি দিয়ে, আর ‘ফ্রম অ্যারাউন্ড দ্যা ওয়ার্ল্ড’ বিভাগে যুক্তরাষ্ট্র, পর্তুগাল, ফ্রান্স, মেক্সিকো ও বাহামা দ্বীপপুঞ্জের মানুষের যাপিত জীবনকে ধারণ করেছেন তিনি। ‘নেমলেস ফেসেস অ্যাট বালুখালী ক্যাম্প’ বিভাগের প্রতিটি ছবিই হৃদয়কে আর্দ্র করে তুলে।
ছবিঃ সংগৃহীত
মন্তব্য (0)
ফেসবুক মন্তব্য (0)