৭ বছর বয়সী শিশুর আঁকা চিত্রকর্ম যখন বিক্রি হয় ১০ লাখে !

৭ বছর বয়সী শিশুর আঁকা চিত্রকর্ম যখন বিক্রি হয় ১০ লাখে !

৭ বছর বয়সী শিশুর আঁকা চিত্রকর্ম যখন বিক্রি হয় ১০ লাখে, তখন তো অবাক হতেই হয়।

 

মাত্র ৪ বছর বয়সে আঁকাআঁকি শুরু করেছিল শিশু মিকাইল আকার। জার্মানির কোলন শহরে জন্ম নেয়া এই শিশুকে অনেকেই তুলনা করছেন মার্কিন চিত্রশিল্পী জ্যাকসন পোলকের সাথে, যিনি বিমূর্ত ছবির জগতের একজন কিংবদন্তি। আবার কোন কোন গণমাধ্যম মিকাইল কে বলছেণ ‘প্রি-স্কুল পিকাসো’ বলে। তার চিত্রকর্ম বিক্রিও হয়ে যায় অল্প সময়ের মধ্যে, টাকার হিসাবে রীতিমতো ১০ লাখে।

 


 

ইতিমধ্যে বিমূর্ত ছবির ঘরানায় একেবারে হুলুস্থুল ফেলে দিয়েছে মিকাইল। প্রথম ছবি দেখে ওর বাবা-মা কেউই বিশ্বাস করতে পারেননি যে এটা মিকাইল এঁকেছে।কিন্তু একের পর এক যখন মিকাইলের ছবি আঁকা দেখলেন, বুঝতে পারলেন, অসাধারণ মেধা নিয়ে জন্মেছে তাদের সন্তান।

 

 

মিকাইল সপ্তাহে কিংবা মাসে ২/১ ছবির বেশী আঁকতে চায় না। বড় হয়ে একজন ফুটবলার হতে চায় মিকাইল।

 

 

 

 

 

ছবিঃ সংগৃহীত