প্রো ফটোগ্রাফার হবার ১০ টি টিপস !!!!
বর্তমানে আমরা প্রায় সবাই ছবি তুলতে আগ্রহী। কিন্তু আমরা প্রায়শ শুনতে পাই যে, ‘DSLR ক্যামেরা ছাড়া নাকি ভালো ছবি তোলা যায় না’। আসলে বিষয়টি সঠিক নয়। মোবাইল দিয়েও চমৎকার ছবি তোলা যায়, যা নির্ভর করে কয়েকটি বিষয় মেনে চলার উপর। নিচে কিছু টিপস নিয়ে আলোচনা করবো, যা আপনাকে প্রো ফটোগ্রাফার হতে সাহায্য করতে পারে।
১. মোবাইল ক্যামেরার লেন্স পরিষ্কার রাখা-
আমাদের ফোন বেশিরভাগ সময় আমাদের হাতে থাকে; ব্যাগ কিংবা পকেটের মধ্যে থাকে৷ যার ফলে আমাদের ব্যাক ক্যামেরায় ধুলার আস্তরণ, স্ক্রাচ এবং আঙ্গুলের ছাপ পড়ে যায়। এই অবস্থায় ছবি তুলতে গেলে ছবি তো ভালো আসবেই না, উলটো ছবি ঝাপসা বা ব্লার হয়ে যাবে। কারণ লেন্সে ধুলোবালি জমে যাওয়ার ফলে আলো সঠিক এবং পূর্নাঙ্গরূপে ক্যামেরার সেন্সরে প্রবেশ করতে পারে না। এজন্য ছবিতে একটু অন্ধকার অন্ধকার ভাবটাও চলে আসে। আপনি যত ভালো ছবি তোলেন না কেনো, লেন্স পরিষ্কার না থাকলে কোনো লাভ হবে না। লেন্স পরিষ্কার রাখতে নরম পরিচ্ছন্ন কাপড় সাথে রাখবেন৷ সেটা দিয়ে আলতো করে লেন্সে ঘষলেই তা পরিষ্কার হয়ে যাবে।
২. আলোর দিকে লক্ষ্য রাখুন-
মোবাইলে শুধু ক্যামেরা থাকলেই হবে না। ক্যামেরায় ভালো ছবি তুলতে আলোর প্রয়োজন তার দিকেও খেয়াল রাখতে হবে। ছবি তুলতে হলে আলোর প্রয়োজন আছেই, তাই বাহিরে ছবি তোলার সময় সেখানকার আবহাওয়া সম্পর্কে ধারণা থাকতে হবে। আকাশ যদি রৌদ্রোজ্জ্বল হয় তবে ছবি একরকম হবে এবং যদি মেঘলা অথবা অন্যরকম হয়, তখন ছবিও অন্যরকম হবে। তাই বাহিরে ছবি তোলার ক্ষেত্রে আমাদের অবশ্যই আবহওয়ার দিকে নজর দিতে হবে এবং সেই অনুযায়ী ছবি তুলতে হবে। আর আর্টিফিশিয়াল লাইট ব্যবহার করলে ছবি কি রকম হবে তা নিয়ে আপনাকে ভাবতে হবে। আলোর এই ব্যাপারটা বুঝতে পারলে আপনি একজন প্রো ফটোগ্রাফার হতে পারবেন।
৩. জুম এড়িয়ে চলুন-
মূলত কোনো ছবি কাছ থেকে তুলতে আমরা ক্যামেরায় ‘জুম ইন’ করে থাকি। মোবাইল স্ক্রিনের উপর দুই আঙ্গুল দিয়ে সামনে পেছনে করলে জুম ইন ও জুম আউট সহজেই করা যায়। কিন্তু এভাবে ‘জুম’ করার সমস্যাটা হলো, এর মাধ্যমে ছবির রেসুলেশন খুব বাজে ভাবে ফেটে গিয়ে ছবির কোয়ালিটি নষ্ট হয়। কারণ ফোনের জুম সেটিংসটি হলো ডিজিটাল জুম, অপটিক্যাল জুম নয়। জুম করার ফলে একটি ছবিকে ক্রপ করলে যেমন দেখায়, ঠিক তেমনই দেখাবে৷ তাই কোনো দূরের ছবি তুলতে চাইলে হেঁটে সামনে এগিয়ে যাওয়া শ্রেয়। যদি জুম করে ছবি তোলা ছাড়া কোনো উপায় না থাকে, যেমন: সমুদ্রের মাঝখানে অবস্থিত কোনো দ্বীপের ছবি তোলার ক্ষেত্রে, তাহলে জুম যেনো ছবির কোয়ালিটি নস্ট না করে, সেইটাও মাথায় রাখা প্রয়োজন।
৪. ফোকাস ঠিক রাখা-
লক্ষ্যবস্তুকে ফোকাস করতে চাইলে মোবাইলের স্ক্রিনটি লক্ষ্যবস্তুর দিকে সেট করে শুধু আলতো করে টাচ করতে হবে। তাহলে একটি গোল বা চারকোনা হলুদ রঙের আকৃতি দেখা যাবে। সেইটাই হলো আপনার ফোকাস পয়েন্ট। আপনার ফোকাস পয়েন্ট যার উপরে থাকবে, শুধু সেটাই ফোকাস করা হবে৷ চারপাশের জিনিসগুলোর তুলনায় সেখানকার ব্রাইটনেস ও শার্পনেস থাকবে তুলনামূলকভাবে বেশি। আর যদি আপনি আপনার ফোকাস পয়েন্ট না পান তবে গুগলে গিয়ে সার্চ করলে পাবেন।
৫. মোবাইলটিকে স্থির রাখুন-
ছবি তোলার তোলার ক্ষেত্রে অনেক সময় আমাদের হাত কাপে। এ সমস্যাকে দূর করতে হবে, কারণ এতে ছবি সুন্দর ওঠে না। এই সমস্যা থেকে মুক্ত থাকতে ট্রাইপড ব্যাবহার করতে পারেন। এছাড়া মোবাইল কোনো স্থানে রেখে টাইমার অপশন ব্যবহার করতে পারেন। আবার এয়ারফোন এর বাটন দিয়েও কাজ করতে পারেন।
৬. এক্সপোজার ঠিক করুন ম্যানুয়ালি-
ফোকাস করার সাথে সাথেই অটোমেটিকভাবে এক্সপোজার ফাংশনটি কাজ করতে শুরু করে। আপনারা চাইলে মোবাইলের স্ক্রিনের উপর আঙ্গুল রেখে একটু উপর-নিচ করলেই এক্সপোজার বাড়াতে কিংবা কমাতে পারবেন। এক্সপোজারের মাধ্যমে ছবিটির ব্রাইটনেস কেমন হবে তা সেট করা যায়।
৭.কম্পোজিশন-
সঠিক কম্পোজিশনের উপর ছবির নান্দনিকতা নির্ভর করে। ছবি সঠিকভাবে কম্পোজ করতে চাইলে সেটিংসে Grid অপশনটি অন করুন। Grid অপশনে লম্ব বরাবর ২টি এবং আনুভূমিক বরাবর ২টি লাইন প্রদর্শিতহয়৷ এই গ্রিডগুলোকে সঠিকভাবে ব্যবহার করে সুন্দর ছবি তুলুন।
৮.ব্যাকগ্রাউন্ড এক করা-
কোনো কোনো জিনিসের ছবি তোলার পর দেখা যায় ফোকাসকৃত বস্তুটি থেকে আশেপাশের জিনিসগুলো বেশি রঙিন হয়ে উঠেছে। চিন্তার কোনো কারণ নেই৷ ছবির ইফেক্ট পরিবর্তন করে শুধু সাদা-কালো করে দিলেই হবে। ফলে এক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডে এই দুটো ছাড়া আর কোনো রং-ই থাকবে না৷ ফলে সবার মনোযোগ সেই ফোকাস করা জিনিসটাকেই টানবে।
৯. নিজের চিন্তাকে প্রাধান্য দিন-
ফটোগ্রাফি হচ্ছে ফটোগ্রাফারের চিন্তার প্রতিফলন। তাই মানুষ ভেদে ছবি একেক রকম হয়। এই কারণে একই জিনিসের ছবি একেকজন একেকভাবে তুলে ধরেন। আপনি যে বিষয়ে ছবি তুলতে চান, তা আপনি কোন দৃষ্টিভঙ্গিতে দেখেন, তা তুলে ধরুন আপনার ছবিতে। একই রকম যে ছবি তোলা লাগবে তা না। আপনার মতো করে সাজিয়ে ছবি তুলুন। অনেকে ট্রেন্ড ফলো করতে গিয়ে ভালো ছবি তুলতে পারেন না। তাই নিজের মতো করে ছবি তুলুন।
১০. ভিন্ন ভিন্ন এঙ্গেলে ছবি তুলুন-
অনেকেই মনে করেন যে, ছবি শুধু সামনে সোজাসাপ্টা তুলতে হয়। এখন থেকে বিভিন্ন এঙ্গেলে ছবি তোলার চেষ্টা করুন । এতে আপনার ছবিতে একটা নতুনত্ব এবং বৈচিত্র আসবে।
বিষয়গুলো আজ থেকেই অনুশীলনের চেষ্টা শুরু করতে পারেন। সময় নিয়ে টিপসগুলো পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
লেখক- আব্দুল্লাহ সরকার শিহাব
মন্তব্য (0)
ফেসবুক মন্তব্য (0)