দৃক গ্যালারিতে শেষ হলো ‘ফিনিক্স অব লংগদু’ প্রদর্শনী
ধানমন্ডির দৃক গ্যালারিতে ১৮ অক্টোবর, ২০১৭, বুধবার শেষ হলো তিন দিনব্যাপী ‘ফিনিক্স অব লংগদু’ প্রদর্শনী।
তিন দিনব্যাপী এই আয়োজনে ৮০টি অঙ্কনচিত্র বিক্রির ব্যবস্থা ছিল। সেখানে অঙ্কনচিত্র প্রদর্শনীর পাশাপাশি ছিলা আলোকচিত্র, ইনস্টলেশন আর্ট, খন্ডনাটক, প্রকাশনা, ক্ষুদ্র জাতিসত্তার খাবার ও পণ্য ক্রয়-বিক্রয়ের ব্যবস্থা। তিন দিনের এই আয়োজন থেকে প্রাপ্ত অর্থ লংগদু হামলায় ক্ষতিগ্রস্ত শিশুদের সাহায্যার্থে দেওয়া হবে।
টেরাকোটা ক্রিয়েটিভস ও আদিবাসীবিষয়ক সংসদীয় ককাস ‘ফিনিক্স অব লংগদু’ শীর্ষক এই প্রদর্শনীর আয়োজন করে।
দৃক গ্যালারি এই অনুষ্ঠানের প্রধান সহযোগী সংগঠন এবং নাটকের দল বটতলা ও হিল আর্টিস্ট গ্রুপ অন্যতম সহযোগী হিসেবে কাজ করেছে।
সূত্র: দৈনিক প্রথম আলো ১৯ অক্টোবর, ২০১৭।
মন্তব্য (0)
ফেসবুক মন্তব্য (0)