গ্যালারিতে যাযাবর জীবনের ছবি
কাঁধে ক্যামেরা ঝুলিয়ে বাংলাদেশের পথে বের হয়েছিলেন দুই আলোকচিত্রী। একজন বাংলাদেশি, অন্যজন স্পেনীয়।মহাসড়কের পাশে বসবাসকারী যাযাবরদের ছবি তুলেছেন একজন, অন্যজন তুলেছেন বেদে সম্প্রদায়ের ছবি।
এ বছরের জানুয়ারি মাসে বাংলাদেশে তোলা এই আলোকচিত্রগুলো নিয়ে গতকাল ১০ অক্টোবর,২০১৭ মঙ্গলবার বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে প্রদর্শনী দেসতেরাদোস। আলোকচিত্রীরা হলেন বাংলাদেশের সুমন ইউসুফ ও স্পেনের সালভাদর আরেয়ানো। জাতীয় চিত্রশালার ৪নম্বর গ্যালারিতে চলছে এই প্রদর্শনী।
চিত্রশালায় সুমনের ১৮টি এবং আরেয়ানোর ২৮টি ছবি নিয়ে এই প্রদর্শনী চলবে ২৫ অক্টোবর পর্যন্ত। শনিবার থেকে বৃহস্পতিবার সেই সব ছবি দেখে আসা যাবে বেলা ১১টা থেকে রাত ৮টা, শুক্রবার ৩টা থেকে রাত ৮টা।
স্প্যানিশ দূতাবাস,ঢাকা বিশ্ববিদ্যালয় ও শিল্পকলা একাডেমির সহযোগীতায় এই প্রদর্শনীর আয়োজন করেছে ইনডিটেক্স চেয়ার ফর স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার।
সূত্র: দৈনিক প্রথম আলো, ১১ অক্টোবর ২০১৭।
মন্তব্য (0)
ফেসবুক মন্তব্য (0)