৫১ শিল্পীর প্রদর্শনী জয়নুল গ্যালারিতে
গতকাল ৯ অক্টোবর, ২০১৭ সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা প্রাঙ্গনটি ছিল উৎসবমুখর। প্রাচ্যকলার চিত্রকর্মের প্রদর্শনীর আয়োজন ছিল গতকাল।
প্রদর্শনীতে ভারত ও বাংলাদেশের নবীন শিল্পীরা যেমন রয়েছেন, তেমনি আছেন এই ধারার পুরোধা শিল্পীরাও। যাদের চিত্রকর্মে উঠে এসেছে প্রাচ্য চিত্রকলার সমৃদ্ধ ধারা ও ঐতিহ্য।ভারতের ২৬জন এবং বাংলাদেশের ২৫ জন, সব মিলিয়ে ৫১ জন শিল্পীর এ প্রদর্শনীর আয়োজন করেছে ওরিয়েন্টাল পেইন্টিং স্টাডি গ্রুপ।
৬ দিনের এই প্রদর্শনী চলবে ১৪ অক্টোবর পর্যন্ত বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।
সূত্র:দৈনিক প্রথম আলো, ১০ অক্টোবর ২০১৭।
মন্তব্য (0)
ফেসবুক মন্তব্য (0)