ক্যানভাসে জীবনের নানা গল্প
জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে শুরু হয়েছে শিল্পী মাকসুদা ইকবাল নীপার একক প্রদর্শনী। জাতীয় জাদুঘরের সঙ্গে প্রদর্শনীটি যৌথভাবে আয়োজন করেছে গ্যালারি কসমস।
এতে শিল্পীর আকাঁ ২০টি তৈলচিত্র স্থান পেয়েছে। এসব ক্যানভাসে উঠে এসেছে জীবনের নানা বাঁকবদলের গল্প।
১আগস্ট মঙ্গলবার বিকেলে শুরু হওয়া এই প্রদর্শনীটি প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৫টা এবং শুক্রবার বেলা আড়াইটা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত খোলা থাকবে, চলবে ১০ আগস্ট পর্যন্ত। বৃহস্পতিবার জাদুঘর বন্ধ থাকে।
সূত্র:https://goo.gl/DptqXe
মন্তব্য (0)
ফেসবুক মন্তব্য (0)