বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো মসজিদ প্রাঙ্গণের খোলা মাঠে আলোকচিত্র প্রদর্শনী

বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো মসজিদ প্রাঙ্গণের খোলা মাঠে আলোকচিত্র প্রদর্শনী

বাইতুর রউফ মসজিদ প্রাঙ্গণে শুরু হতে যাচ্ছে দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী।‘অন্যকে আলিঙ্গণ’ শিরোনামে এই প্রদর্শনীর আয়োজন করেছে দৃক গ্যালারি। আগামী ৮মে সোমবার সকাল ১০টায় এই প্রদর্শনীর উদ্বোধন।

 

বাংলাদেশের অন্যতম আলোকচিত্রী শহিদুল আলমের তোলা ছবি নিয়ে বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবারের মতো কোনো মসজিদ প্রাঙ্গণের বাইরের খোলা মাঠে আয়োজিত হতে যাচ্ছে এমন একটি আলোকচিত্র প্রদর্শনী। স্থপতি মেরিনা তাবাসসুমের নকশায় নির্মিত ২০১৬ সালে ‘আগা খান অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার’ পুরস্কারে ভূষিত ঢাকায় অবস্থিত বাইতুর রউফ মসজিদের তোলা আলেকচিত্র নিয়ে এ আলোকচিত্র প্রদর্শনী।

 

প্রদর্শনীর মূল লক্ষ্য, ইসলাম ধর্ম যে আতঙ্ক নয় বরং উদারতা ও হৃদ্যতার প্রতীক সেই বার্তা সকলের মাঝে তুলে ধরা। এ দিন সন্ধ্যা ৬টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে এই প্রদর্শনী।

সূত্র: https://goo.gl/gkRXHX