ফরাসি শিল্পী গিয়ম অঁন্দ্রের ছাপচিত্র প্রদর্শনী
দৃশ্যশিল্প ও নকশা এই দুইয়ের মেলবন্ধন ঘটিয়েছেন ফরাসি শিল্পী গিয়ম অঁন্দ্রে। একাধারে তিনি ভিজ্যুয়াল আর্টিষ্ট ও গ্রাফিক ডিজাইনার। মুদ্রণশিল্পের নানা উপাদান দিয়ে ছাপচিত্রে তৈরি করেছেন ভিন্ন এক শিল্পভাষা।
২৪ এপ্রিল নগরের আলিয়ঁস ফ্রঁসেজে গিয়ম অঁন্দ্রের ৫০টি ছাপচিত্র নিয়ে অনুষ্ঠিত হয় ‘ইমপ্রেশন’ শিরোনামের প্রদর্শনী। একই দিন শুরু হওয়া ফরাসি সপ্তাহ উপলক্ষে এই প্রদর্শনীর আয়োজন করা হয়।
সূত্র: https://goo.gl/mCQJvo
মন্তব্য (0)
ফেসবুক মন্তব্য (0)