অবিন্তায় প্রথম চিত্র প্রদর্শনী
সম্প্রতি অবিন্তা কবির এর নামে একটি গ্যালারির নামকরণ করা হয়েছে। রাজধানীর উত্তর বাড্ডার এ গ্যালারি আগে পরিচিত ছিল অ্যাথেনা গ্যালারি নামে। আনুষ্ঠানিকভাবে উদ্ধোধনের পর প্রথম চিত্র প্রদর্শনী শুরু হয়েছে সেই গ্যালারিতে।
২২শে এপ্রিল সন্ধ্যায় অবিন্তা গ্যালারি অব ফাইন আর্টসে ৬০ জন শিল্পীর চিত্রকর্ম নিয়ে শুরু হয়েছে প্রদর্শনী ‘লাভিং মেমোরি’। প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীর উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। প্রদর্শনীতে দেখা যাবে ৬০ জন শিল্পীর আঁকা ছবি। প্রদর্শনী চলবে ২২ মে পর্যন্ত। গ্যালারি ঘুরে আসা যাবে সোমবার ছাড়া প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত।
সূত্র: https://goo.gl/BIAj7F
মন্তব্য (0)
ফেসবুক মন্তব্য (0)