পেইজ তৈরী : 23 Jul 2019
২০১৬ সালের ১১ অক্টোবর “বাংলাদেশী ভিজুয়াল আর্ট নেটওয়ার্ক” হিসেবে Salemypix.com যাত্রা শুরু করে। কিন্তু সম্মানিত সদস্যদের অনুরোধে প্রায় ২বছর পর নেটওয়ার্কের নতুন নাম AmarPix.com বেঁছে নেয়া হয়। ফটোগ্রাফার, ডিজাইনার, ছবি, গ্রাফিক্স এবং এ সম্পর্কিত অনলাইন ইভেন্ট এই নেটওয়ার্কের মূল বিষয়।
লক্ষ্য-
- ছবি, ডিজাইন প্রকাশ এবং ক্রয়-বিক্রয় সহজতর করা।
- দক্ষ ব্যক্তিদের সাথে সংযোগ তৈরী।
- যোগ্য ব্যক্তিদের নেটওয়ার্কের দায়িত্ব অর্পন।
- শিল্পীদের নতুন আয়ের পথ খুঁজে বের করা।
- সহজ এবং স্বচ্ছ ইভেন্ট সিস্টেম তৈরী।
- ফটোগ্রাফার এবং ডিজাইনারদের আস্থা অর্জন।
বর্তমানে AmarPix.com নেটওয়ার্কের "BETA Version" পরীক্ষামূলকভাবে অবমুক্ত হয়েছে। অপর্যাপ্ত/অসম্পূর্ণ তথ্য, কোডিং এরর, স্লো লোডিংসহ এই নেটওয়ার্কে আরো অনেক ধরনের সমস্যা রয়েছে। আশা করা যায় বর্তমান সমস্যাগুলো সমাধান করে খুব শীঘ্রই মূল ভার্সনটি অবমুক্ত করা সম্ভব হবে। অনুগ্রহ করে আমাদের এই সাময়িক অক্ষমতা এবং সমস্যাগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আমারপিক্স.কম বিশ্বাস করে ১৮ কোটি মানুষের দেশে যে কোনো সম্ভাবনাই অনেক বড় সম্ভাবনা। আপনাদের অংশগ্রহন, সক্রিয়তা এবং ভালোবাসা আমাদের বড় কিছু ভাবতে সাহসী করে এবং প্রেরণা যোগায়। সৃষ্টিকর্তা আমাদের সহায় হোন।
অর্গানিক পয়েন্ট 1152 + ইভেন্ট পয়েন্ট 42560
সাইটে অবস্থান 5/51
7426 পেইজ ভিউ
অর্গানিক আয়
12বোনাস আয়
58000পেইজ আয়
380ইভেন্টে আয়
2358সদস্য পেনাল্টি আয়
1550নেটওয়ার্কে বিশেষ প্রাপ্তি
2555000সদস্য থেকে পেইজে কয়েন প্রাপ্তি
2305500অর্গানিক ব্যয়
15ইভেন্ট পুরস্কার ব্যয়
2502219অর্গানিক পেনাল্টি
2900ইভেন্ট পেনাল্টি
1400অনুদান প্রদান
1588000Onclick ইমেজ ক্রয়
5000