আপনি তারিখে Uttara high school and college পেইজে
‘সদস্য’ হিসেবে যুক্ত হয়েছেন।
পেইজ সদস্য
আপনি তারিখে Uttara high school and college পেইজে ‘সদস্য’ হিসেবে যুক্ত হয়েছেন।
Uttara high school and college
6 টি শাখা পেইজ তৈরী করেছে
‘মাল্টিপল ভিউ’ অপশনে তৈরীকৃত ফটোগ্রাফি পেইজের ‘এডমিন’ প্রয়োজনীয় সংখ্যক ‘শাখা পেইজ’ তৈরীর পর উক্ত প্রতিষ্ঠানের সাথে সম্পর্কযুক্ত ব্যক্তিগন নিজ ‘শাখা পেইজে’ সদস্য হিসেবে অংশগ্রহন করেন। প্রতিটি ‘শাখা পেইজের’ আভ্যন্তরীন ফটোগ্রাফার এবং তাদের ছবি উক্ত শাখা পেইজের ‘জনপ্রিয়’ ট্যাবে প্রাপ্ত পয়েন্ট/স্কোর অনুসারে প্রকাশ হয়। এছাড়াও সবগুলো ‘শাখা পেইজের’ সেরা ‘ছবি’ এবং ‘ফটোগ্রাফারদের’ মূল পেইজের ‘জনপ্রিয়’ ট্যাবে প্রকাশিত হয়।
Uttara high school and college পেইজ এডমিন ‘শাখা পেইজ’ লিষ্ট থেকে চাহিদানুযায়ী ‘শাখা পেইজ’ নির্বাচন করবেন। শুধুমাত্র এই শিক্ষাঙ্গনের সাথে যুক্ত ব্যক্তিগন উক্ত ‘শাখা পেইজগুলো’র যে কোনো ১টিতে সদস্য হিসেবে আবেদন করতে পারবেন। পেইজ এডমিন/এডিটর অথবা পেইজের ৩জন সদস্যের সনাক্তকরনের মাধ্যমে পেইজে ‘সদস্য আবেদন’ অনুমোদনপ্রাপ্ত হবে। এর উদ্দ্যেশ্য সম্পর্কহীন কেউ যেনো ‘এই পেইজে’ সদস্য হিসেবে যোগ দিতে না পারে।
দুঃখিত। এই ইমেইল দিয়ে কোনো একাউন্ট তৈরী হয়নি। আপনি হয়তো ফোন নম্বর দিয়ে একাউন্ট তৈরী করে তাতে আপনার ইমেইল ঠিকানা যুক্ত করেননি। এক্ষেত্রে অনুগ্রহ করে Amarpix.com ফেসবুক ফ্যান পেইজে প্রয়োজনীয় তথ্যসহ (একাউন্টের নাম, ফোন নম্বর/ইমেইল) যোগাযোগ করে নতুন পাসওয়ার্ড পুনরুদ্ধার করুন। আপনার এ সমস্যার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।